জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Srabanti Chatterjee Divorce: শ্রাবন্তীকে ডিভোর্স দিতে গিয়ে ভিখারির দশা ৩ নম্বর স্বামীর! নিজে কোটি কোটি টাকা উপার্জন করলেও স্বামীর থেকে কত টাকা চাইলেন খোরপোষ? অঙ্কটা শুনলে মাথা ঘুরবে

খবর যখন শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে তখন বিতর্ক হবে না এমনটা কি হয়? বিতর্ক, সমালোচনা, আলোচনা এগুলি নায়িকার জীবনের জল-ভাতের মতো মিশে গেছে। এবার আবার একটা কাণ্ডের জেরে আলোচনায় উঠে এসেছেন এই সুন্দরী নায়িকা।

বহুদিন ধরে শ্রাবন্তীর সঙ্গে প্রাক্তন স্বামীর বনিবনা না হওয়া এবং ডিভোর্সের খবর নিয়ে জল ঘোলা হচ্ছিল। এবার আবার খবরের শিরোনাম দখল করে নিল শ্রাবন্তী চ্যাটার্জী এবং রোশন সিংয়ের বিবাহ বিচ্ছেদের ব্যাপারটি। সুপারস্টার এই অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন। প্রায় দুই বছর ধরে একে অপরের বিরুদ্ধে ক্রমাগত মামলা করে চলেছেন।

বর্তমানে আবার ডিভোর্সের জন্য নায়িকার খোরপোষ চাওয়া নিয়ে সংঘাত বেঁধেছে দুজনের মধ্যে। প্রেম বিয়ে বিচ্ছেদ এই বিষয়গুলো নায়িকার ব্যক্তিগত জীবনের অঙ্গ হলেও তা প্রকাশ্যে এসেছে বহুবার। নায়িকা একাধিক বিয়ে এবং একাধিকবার বিয়ে ভেঙে যাওয়া নিয়ে তিনি একেবারেই দাম্পত্য জীবনে খুশি নন এটা বলা যায়।

২০১৯ সালে মহা ধুমধাম করে শ্রাবন্তীর সঙ্গে রোশনের বিয়েটা হয়। তবে ২০২০ আসতে না আসতেই শ্রাবন্তীর নতুন সংসারেও ফের ছন্দপতন। আবার ঝামেলা থেকে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সেই মামলাতেই এখন এল নতুন টুইস্ট।

সম্প্রতি রোশনের দাবি তার প্রাক্তন স্ত্রী তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছেন। শুধু তাই নয় তিনি আপত্তি তুলেছেন শ্রাবন্তীর দাবী করা খোরপোষের অঙ্ক নিয়েও। নায়িকা নিজের কোটি কোটি টাকা উপার্জন করলেও তিনি স্বামীর কাছ থেকে যে টাকা চেয়েছেন সেটা শুনে মাথায় হাত পড়েছে রোশনের। রোশন জানিয়েছেন শ্রাবন্তী নাকি তার কাছে মাসে সাত লক্ষ টাকা দাবি করেছেন।

এদিকে ডিভোর্সের মামলা করার সময় শ্রাবন্তী তার আয়-ব্যয়ের যে খতিয়ান নথি তুলে ধরেন তাতে নাকি অনেক অসংগতি পাওয়া গেছে। সেই মর্মেই এবার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধেই পাল্টা মামলা দায়ের করলেন রোশন।

Nira

                 

You cannot copy content of this page