জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছুটির দিনেই টলিপাড়ায় ঘটে গেল চরম অঘটন! কপালে ক্ষত চিহ্ন, এলোমেলো চুল, আহত রাজপত্নী শুভশ্রী গাঙ্গুলী! কী করে হলো এই দুর্ঘটনা লেডি সুপারস্টারের সঙ্গে?

রঙিন গ্ল্যামার লুকেই বরাবর অভ্যস্ত তাঁর দর্শকরা। অথচ হঠাৎই চোখে রাগ, কপালে কাটা দাগ, এলোমেলো চুল এই অচেনা চেহারায় ধরা দিলেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিতে যেন ফুটে উঠেছে ক্ষোভ আর যন্ত্রণা। স্বাভাবিকভাবেই এই রূপ দেখে চমকে গিয়েছেন তাঁর অনুরাগীরা। প্রশ্ন উঠেছে কী হল নায়িকার? নতুন কোনও বিপদের ইঙ্গিত দিচ্ছে কি এই ছবি? নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনও চমক?

শুভশ্রী যদিও ছবির ব্যাখ্যা দেননি। কেবলমাত্র একটি বাক্য লিখেছেন—“আসছে খুব তাড়াতাড়ি।” এই কয়েকটি শব্দই আরও জল্পনা বাড়িয়ে দিয়েছে ভক্তদের মধ্যে। অনেকে ভেবেছিলেন হয়তো এটি তাঁর ব্যক্তিগত জীবনের ইঙ্গিত। কিন্তু আসলে তা নয়। সূত্র বলছে, এই ছবিটি আসন্ন এক ওয়েব সিরিজের ঝলক। কয়েক বছর আগে হইচই-এর জনপ্রিয় সিরিজ ইন্দুবালা ভাতের হোটেলে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন নায়িকা। সেই ধারাবাহিকের সাফল্যের পর আবারও একই প্ল্যাটফর্মে নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে।

অদিতি রায়ের পরিচালনায় তৈরি হতে চলেছে অনুসন্ধান নামের সিরিজ। এই সিরিজে এক মহিলা সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী। গল্প আবর্তিত হবে কারাগারে বন্দী এক অন্তঃসত্ত্বা নারীর জীবন ও তার চারপাশের রাজনৈতিক টানাপোড়েনকে ঘিরে। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই কাহিনী নতুন মাত্রা দেবে শুভশ্রীর কেরিয়ারে এমনটাই মনে করছে শিল্প মহল।

শুধু শুভশ্রীই নয়, এই সিরিজে থাকছেন এক ঝাঁক তারকা। সাহেব চট্টোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায় এবং অরিত্র দত্ত বণিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। বিশেষত অরিত্র দীর্ঘ বিরতির পর ফের অভিনয়ে ফিরছেন এই সিরিজের হাত ধরে। সম্রাজ্ঞী বন্দোপাধ্যায়ের লেখা চিত্রনাট্যে তৈরি হবে এই প্রজেক্ট। কয়েকদিনের মধ্যেই শুরু হবে শুটিং, আর সবকিছু ঠিক থাকলে পুজোয় মুক্তি পাবে এটি।

চলতি বছরেই বড়পর্দায় শুভশ্রীর একাধিক ছবি মুক্তি পেয়েছে। ‘গৃহপ্রবেশ’ দিয়ে বছর শুরু করেছিলেন তিনি, আর ১৪ অগস্ট মুক্তি পেয়েছে ধূমকেতু। প্রায় এক দশক পর দেব-শুভশ্রীকে একসঙ্গে পর্দায় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন দর্শকরা। ছবিটি মুক্তির আগেই অ্যাডভান্স বুকিং ছিল নজরকাড়া, প্রথম দিনেই আয় ছাড়িয়েছিল ২ কোটি টাকা। তবে সেই ছবির পর দেব-শুভশ্রীর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও পেশাদার জগতে ব্যস্ত রয়েছেন নায়িকা। আর তাঁর সাম্প্রতিক পোস্টই ইঙ্গিত দিচ্ছে ওটিটির পর্দায় আসতে চলেছে শুভশ্রীর একদম নতুন রূপ, যা নিয়ে ইতিমধ্যেই তীব্র কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে।

Piya Chanda

                 

You cannot copy content of this page