জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ মুক্তির আগেই হতাশ ‘দেশু’ অনুরাগীরা! ছবি মুক্তির কাউন্টডাউনে হঠাৎ ধাক্কা, ধূমকেতু নিয়ে নতুন চাপে নির্মাতারা! দেব জানালেন কী সেই খারাপ খবর?

চলতি মাসের শুরুতেই, ৪ অগাস্টের সন্ধ্যায় বাংলা চলচ্চিত্রের এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শকরা। দীর্ঘ এক যুগ পর একই মঞ্চে হাজির হলেন ‘দেব ও শুভশ্রী’ (Dev-Shubhashree)। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’ (Dhumketu) –র গ্র্যান্ড ট্রেলার লঞ্চে কালো পোশাকে সেজে, আইকনিক গান ‘মালা রে’-তে নেচে যেন ফের ফিরিয়ে আনলেন পুরনো দিনের স্মৃতি। বহুদিনের মান-অভিমান ভুলে ‘দেশু’ (Desu) জুটির এই একসাথে উপস্থিতি ঝড় তুলছে সমাজ মাধ্যমে।

এই ‘পুনর্মিলন’ শুধু অনুরাগীদেরই নয়, পুরো টলিপাড়ার জন্য হয়ে উঠেছে এক আবেগঘন মুহূর্ত। অবশেষে, আগামী ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে ধূমকেতু। তার আগেই শনিবার থেকে শুরু হয়ে গেছে টিকিটের অগ্রিম বুকিং, যা ঘিরে ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা। তবে এর মাঝেই এল এক মনখারাপের খবর! ছবির প্রযোজক রানা সরকার ও দেব সিদ্ধান্ত নিয়েছেন, ‘ধূমকেতু’র আর কোনও প্রিমিয়ার হবে না! এর বদলে দর্শকদের টিকিট কেটে হলে গিয়ে দেখতে হবে বহু প্রতীক্ষিত এই ছবি।

ট্রেলার লঞ্চে যেমন তিন দফায় টিকিটের ব্যবস্থা করতে হয়েছিল চাহিদা সামলাতে, তেমনি প্রিমিয়ারের ক্ষেত্রেও পাসের চাহিদা আকাশছোঁয়া হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। যদিও প্রিমিয়ার বাতিল হলেও, টলিপাড়ার বন্ধু-বান্ধব ও সহকর্মীদের জন্য আলাদা একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হবে, এমনটাই জানিয়েছেন দেব ও রানা সরকার। অন্যদিকে, প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তি সামনেই, এখানেই রয়েছে বিশেষ চমক।

বর্ষপূর্তি উপলক্ষে রানা সরকার শীঘ্রই আয়োজন করতে চলেছেন একটি জমকালো রবিবাসরীয় পার্টি, যেখানে আবারও একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রীকে। সময়সূচি অনুযায়ী দেব মুম্বইতে শুটিংয়ে থাকলেও, কলকাতায় ফিরেই এই পার্টিতে যোগ দেবেন তিনি। ট্রেলার লঞ্চ থেকে শুরু করে বুকিংয়ের আগ্রহ— সব মিলিয়ে ধূমকেতু নিয়ে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রত্যাশা। আপাতত ১১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ধূমকেতু।

তবে সাড়া দেখে পরবর্তীতে হল ও শোর সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রযোজক। বহুদিন পর বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রীর রোমান্স, যা দর্শকদের কাছে এক বিশেষ আকর্ষণ। প্রিমিয়ার না হলেও, সেই জাদু উপভোগ করতে হলে হলে গিয়ে টিকিট কেটে দেখতেই হবে ধূমকেতু, এমনই বার্তা দিয়েছেন নির্মাতারা। সব মিলিয়ে, বাংলা ছবির ক্যালেন্ডারে এ বছর অন্যতম বড় ঘটনাই হতে চলেছে ধূমকেতুর মুক্তি।

Piya Chanda