Connect with us

    Tollywood

    ফাইভ স্টার হোটেলে জীবনের প্রথম পান্তা ভাত খেলেন ‘রান্নাঘরের রানী’ সুদীপা! কাঁটা চামচে খুঁটে খাচ্ছেন ভাত! ‘বুড়ি হলেন আর কত ন্যাকামি?’ ধুয়ে দিল নেট দুনিয়া

    Published

    on

    sudipa chatterjee panta bhaat

    তাকে চেনেন না এমন বাঙালি হয়তো হাতেগুনে পাওয়া যাবে। রান্নাঘরের সঞ্চালনা করে বাংলা জুড়ে তার অবাধ জনপ্রিয়তা। তিনি বাংলা টেলিভিশনে অন্যতম সফল সঞ্চালিকা। বলা যায় দিদি নাম্বার ওয়ান খ্যাত সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের পরেই তার স্থান। তবে তিনি ভীষণ রকম ভাবে বিতর্কিত একজন মানুষ। তিনি মুখ খুললেই বিতর্কের জন্ম দেন।

    আসলে বলা হয়ে থাকে ভীষণ রকমের অহংকারী মানসিকতার মানুষ সুদীপা চ্যাটার্জি (Sudipa Chatterjee)। তার হাবভাব, কথাবার্তা, চালচলন সবকিছুতেই বড়লোকি ছোঁয়া। আর যার ফলে তিনি যখন তখন অপমান করে ফেলতে পারেন যে কোনও কাউকেই। আর যার জন্য মাঝেমধ্যেই তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হয় তাকে। নেটমাধ্যম ব্যবহারকারীরা রেয়াত করেননা তাকে। সমুচিত জবাব দিয়ে থাকেন তারা।

    বাংলা, ওড়িশা, অসমের অন্যতম জনপ্রিয় খাবার হল পান্তাভাত। তবে নাম ভিন্ন। বাসি ভাত ভিজিয়ে তা পরদিন সর্ষের তেল, পেঁয়াজ, লঙ্কা, আলু ভাতে দিয়ে খাওয়ার চল দীর্ঘদিন ধরে চলছে। সেই সঙ্গে ভাজাভুজি তো রয়েইছে। তো সম্প্রতি কাজের সূত্রে আসামে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই গুয়াহাটির এক পাঁচতারা হোটেলে তার সঙ্গে আলাপ হয় পান্তার।‌

    পান্তা খাওয়ার ছবি পোস্ট করে তিনি লেখেন, “শান্তির পান্তা’। তবে এখানেই শেষ নয়।‌ পান্তা খেতে খেতেই তিনি একটি লাইভ ভিডিওতে আসেন। কারণ তিনি শুধু চামচ নয়, পাঁচতারায় বসে কাঁটা চামচ দিয়ে জীবনে প্রথমবার পান্তা খাওয়া দেখিয়ে যেচে ট্রোলড হলেন তিনি। গ্রাম বাংলায় যে খাবার রোজ খাওয়া হয়, সেই খাবার পাঁচতারায় বসে লোক দেখিয়ে আদিখ্যেতা করে খাওয়ার জন্য কটাক্ষ করা হয় তাকে।

    আরও পড়ুনঃ ‘শিমুলের শাশুড়ির চিৎকার আর পুতুলের বকবকানি ভর্তি! কী লাভ এতগুলো গুণী অভিনেত্রী নিয়ে?’ পরিচালক হিসেবে লীনা গাঙ্গুলির থেকেও ছেলেকে খারাপ বলছে দর্শক

    সুদীপার কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খাওয়া দেখে অবাক হয়ে গেছে আপামর বাঙালি। লাইভ ভিডিওতে সুদীপা কাঁটা চামচ দিয়ে পান্তা খেয়ে বললেন, জীবনে তিনি প্রথম পান্তা খাচ্ছেন। তার এই লাইভ দেখে কেউ লেখেন, ‘ন্যাকামিতে phd টা কোথা থেকে করেছেন’, কেউ লিখেছেন, ‘এই বুড়ি বয়সে এত ন্যাকামি কোথা থেকে আসে?’ এছাড়াও বিভিন্ন কটু মন্তব্যে ভরে গেছে, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট‌।