জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Tithi Basu: সবে হয়েছে ব্রেকআপ! তবু বিচ্ছেদের পর বেশ খোশ মেজাজেই টিনএজের ‘ ঝিলিক ‘! নতুন পোস্ট দেখে হয়রান মানুষ

বাংলা ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি সময় ধরে চলা ধারাবাহিকগুলোর মধ্যে একটি ধারাবাহিক হল স্টার জলসার ‘ মা ‘। সেইসময় বিকেল গরাকেই প্রত্যেক বাড়ি থেকে মা সিরিয়ালের থিম সং বেজে উঠতো।

রাতারাতি এই সিরিয়াল বহু মানুষের কাছের হয়ে গেছিল। আর ঠিক ততটাই কাছের হয়ে গেছিল ছোট্ট ঝিলিক। অর্থাৎ ছোট্ট তিথি। কিন্তু সেই তবেকার শিশুশিল্পী আজ তো আর ছোট্টটি নেই। বরং পা রেখেছেন কলেজে।

পড়াশোনার চাপেই কার্যত এখন অভিনয় জগৎ থেকে অনেকটা দূরে তিথি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। সম্প্রতি নিজের প্রেম নিয়েও বেশ খোলামেলাই ছিলেন। তাই বিচ্ছেদের খবরটাও লুকিয়ে থাকেনি।

দেবায়ুধ পালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান তিথি। কিন্তু কয়েকমাস আগেই জন্মদিনের দিন নিজেদের বিচ্ছেদের কথা জানান। আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় যেন তাঁর ফুরফুরে মেজাজ আরও বেড়ে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

সম্প্রতি একটি পোস্টে তাঁকে দেখা যাচ্ছে, স্প্যাগেটি স্লিভ শর্ট ড্রেস পরে থাকতে। গোটা ড্রেস জুড়ে রয়েছে বিভিন্ন রঙের ফ্লোরাল প্রিন্ট। আর সঙ্গে একদম লাইট মেকাপে যেন ভ্যাকেশন মুড।

Nira

                 

You cannot copy content of this page