জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কাজের অভাব, এখন আর টলিউড থেকে ডাক পান না কিংবদন্তি অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার! কেমন করে দিন কাটছে তাঁর?

এক সময় বাংলা ধারাবাহিক এবং চলচ্চিত্র জগতের অভিনেতাদের মধ্যে সুদর্শন এবং ব্যক্তিত্ববহুল শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন বোধিসত্ত্ব মজুমদার। এই অভিনেতাকে সেই অর্থে কোনদিন নায়কের ভূমিকা অভিনয় করতে না দেখা গেলেও তাঁর কাজ দেখে মুগ্ধ হয়েছেন বহু দর্শকেরা।

৮০ কিংবা ৯০ এর দশকের সিনেমায় এক সময়ে চুটিয়ে বড় পর্দায় কাজ করেছেন বোধিসত্ত্ব। কিন্তু, আজ নতুন মুখ এদের ভিড়ে দেখা মেলে না কিংবদন্তি এই অভিনেতার। তবে, এখন কেমন আছেন এই অভিনেতা? কী করে সময় ব্যয় করেন?

জানা গেছে দিনের বেশিরভাগ সময় তিনি বাড়িতেই কাটান। প্রসঙ্গত অভিনেতার পরিবারের কেউই আগে থেকে এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন না। তবে, নাচ-গানের বেশ চল ছিল। এদিকে, ছোটবেলা থেকেই নাটক করতে পছন্দ করতেন বোধিসত্ত্ব। প্রাথমিক জীবনে, অভিনেতা দেবরাজ রায়ের সঙ্গে বহুদিন ধরে নাটক করতেন তিনি।

এরপর সিনেমাতেই তিনি ১৯৭২ সালের প্রথম কাজ করার সুযোগ পান, ছবির নাম আবির্ভাব। তবে, সেই সিনেমা কোনো কারণবশত প্রকাশ পায়নি। এরপর, ছোটো ছোটো অনেক কাজ করার পরে অবশেষে ১৯৮৩ সালে চিরঞ্জিত চক্রবর্তী অভিনীত ‘অশ্লীলতার দায়ে’ সিনেমাতে অভিনয় করে আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

‘মায়ের অধিকার’, কাঞ্চনমালা’, মধু মালতি’, ‘উনিশে এপ্রিল’, ‘রক্ত নদীর ধারা’, ‘সকাল সন্ধ্যা’র মত জনপ্রিয় সিনেমায় অভিনয় করতে দেখা গেছে বোধিসত্ত্বকে। বড় পর্দাতে অভিনয়ের পাশাপাশি বোধিসত্ত্বকে ছোট পর্দাতে অভিনয় করতে দেখা গেছে। অভিনয় ছাড়াও অভিনেতা একসময় এক দৈনিক সংবাদপত্র কাজ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে অভিনেতা বিয়ে করেছেন অভিনেত্রী অনামিকা সাহাকে। কাজ করতে করতে প্রেম এবং তারপরে বিয়ে। এদিকে আবার অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার রূপের জন্যই তাঁকে অনেক কথা শুনতে হয়েছিল।

এদিকে, বোধিসত্ত্ব বাবুর কাজ করা নিয়ে তার সহধর্মিনী বলেছিলেন, “আমি যেই সময় দাপিয়ে কাজ করতাম সেই সময়ের পরিচালকরা এখন ইন্ডাস্ট্রিতে নেই। আর নতুনদের সঙ্গে আমার তেমন যোগাযোগও নেই। তাই বেড়েছে দূরত্ব। তবে, ভালো কাজের সুযোগ পেলে তিনি নিশ্চয়ই করবেন।”

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page