জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সঞ্চালিকা থেকে হিরোইন, কিন্ত আজ তাঁর হদিশ নেই! কেন আজ লাইম লাইটের আড়ালে ‘হাওড়া ব্রিজ’ খ্যাত সন্ধিতা চ্যাটার্জী

সঞ্চালিকা থেকে জিতের হিরোইন, সব জায়গাতেই এক সময় যিনি বিনোদন জগতের বেশ পরিচিত মুখ ছিলেন, আজ তিনি রয়েছেন সবকিছু থেকে দূরে। অভিনেত্রীর নাম সন্ধিতা চ্যাটার্জী (Sandhita Chaterjee)

এক সময় এই অভিনেত্রী যেমন চুটিয়ে অভিনয় করেছেন, পরবর্তীকালেই আবার তাঁকে দেখা গেছে সঙ্গীত বাংলার জনপ্রিয় শোয়ের সঞ্চালিকা হিসাবে। কিন্তু, এখন সময়ের পরিবর্তনে এবং নতুন মুখের ভীড়ে হারিয়ে গেছেন সন্ধিতা।

বর্তমানে, এই অভিনেত্রী এক ইন্টারভিউতে তাঁর জীবনের অভিনয় জগতের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। সন্ধিতার প্রথম সিনেমা চ্যাম্পিয়ন। অবশ্য, তিনি এই সিনেমাতে লিড চরিত্রে অভিনয় না করলেও জিৎ-এর বিপরীতে একটি গানে দেখা গেছে তাঁকে। অভিনেত্রীকে ‘জোশ’, ‘চ্যাম্পিয়ন’, ‘গুরু’র মতো সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে।

অভিনেত্রীর কথায়, চ্যাম্পিয়ন সিনেমাতে জিৎ-এর বিপরীতে সেই গানের জন্য একজন মডেলকে খোঁজা হচ্ছিল, আর সকলের মধ্যে সিনেমার পরিচালক তাঁকেই নির্বাচন করে নেন। বাংলা সিনেমা তো বটেই এমনকি ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি। প্রসঙ্গত, সঙ্গীত বাংলার ‘হাওড়া ব্রিজ’ গানের শোয়ের সঞ্চালিকা হিসাবেও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সন্ধিতা।

সাক্ষাৎকারীর কথায়, অভিনেত্রীর কেরিয়ার ভালো চলার সময় হঠাৎ করেই কেন তাঁকে আর খুঁজে পাওয়া যায় না ইন্ডাস্ট্রিতে? এই প্রশ্ন জিজ্ঞাসা করায় তিনি বলেন, একটা সময় তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ হন এবং জীবনে সেই সময় গুরুত্ব বদলে যায়। তার কিছুদিন পরেই সন্ধিতা মা হয়ে ওঠায় আর বিনোদন জগতে ফেরা হয়ে ওঠেনি।

অভিনেত্রী আরও জানান, তিনি বিনোদন জগতে কাজ করার সঙ্গে চাকরিও করতেন। আর, অভিনয়ের দুনিয়ায় বড়ই অনিশ্চিত তাই কিছুটা হলেও মনে ভয় থাকার জন্যই আর অভিনয় করা হয়নি। কিন্তু, পরবর্তীকালে সিনেমা জগতে ফিরতে চেষ্টা করলেও তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেননি। তবে, বর্তমান সময়ে সন্তান ও সংসার নিয়ে বেজায় ব্যস্ত প্রাক্তন অভিনেত্রী।

Piya Chanda

                 

You cannot copy content of this page