জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ধরা পড়লো নকল আঁখি! DNA টেস্টেই জানা যাবে আসল পরিচয়! আঁখির পাশে ঝিলিক, কী হতে চলেছে ‘দুই শালিক’-এর আগামী পর্বে?

সমতাই হলো নকল আঁখি। স্টার জলসার ‘দুই শালিক’ (Dui Shalik) ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই দেখা যাবে, গৌরবের সামনে এমনভাবে ফাইলগুলোকে সাজানো হয়েছে যেনো মনে হচ্ছে পিআর কে কোনো দোষই করেনি। পিআর কে যে সমস্ত কর্মচারীদের অন্যায় ভাবে ছাটাই করে দিচ্ছিল তার কোনো প্রমাণই নেই এই ফাইলে।

তবে ফাইল দেখে কোন কিছুই বুঝতে পারে না গৌরব। তাই সে পিআর কে জিজ্ঞাসা করছে কেন বস্তিবাসীরা এত ঝামেলা করছে? যাচাই করার জন্য গৌরব অফিসের এক কর্মচারীকে জিজ্ঞাসা করায় জানতে পারে যা হচ্ছে সব ইচ্ছা করে হচ্ছে। এই সময় গৌরব মনে মনে ভাবে, যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। এমন সময় ঝিলিক গৌরবকে ফোন করে আসার কথা বলে। ঝিলিক নাকি শোয়ের ব্যবস্থা করেছে।

Star Jalsha, Dui Shalik, Dui Shalik Today Episode, Dui Shalik Today Episode 17th February, স্টার জলসা, দুই শালিক

অন্যদিকে আবার পল্টু মাইক নিয়ে বইয়ে পড়েছে ঘোষণা করতে, আজকের শোয়ের কথা। এই শো এর মাধ্যমেই নাকি জানা যাবে কে আসল আঁখি কে নকল? আর এই সময়ে বস্তিতে পৌঁছে গেছে রাইমা ও পনি। আর বস্তিতে কি হচ্ছে তা সবই ভিডিও করে রাইমা দেখাবে তাঁর কাকা অর্থাৎ পিআরকে’কে।

এরপর দেখা যাচ্ছে ঝিলিক অনিমেষ রায়ের দেওয়া কাগজে দুই আঁখিকে সই করাচ্ছে আর মনে মনে ভাবছে এবারই বোঝা যাবে কে আসল আর কে নকল আঁখি। কিন্তু ঝিলিক কাগজ দেখে অবাক! দুজনেরই সই করার ধরন একই। এই সময় পুষ্প আর ভীম ঝিলিককে জিজ্ঞাসা করে কে আসল আঁখি? এই পুরো ব্যাপারটাই দেখতে পায় পিআর কে আর মনে মনে ভাবে “এই তো চাই! আমি একটু একটু করে এই মেয়েটাকে তৈরি করেছি। এত সহজে তো আমি হারতে পারবো না”।

ঝিলিক হতাশাগ্রস্থ হয়ে পড়ায় গৌরব তাকে বলে এই প্ল্যানটাও তো কাজ করল না। এরপর সবাই বাড়ি চলে যাওয়ায় পল্টু আঁখি দিবা থেকে শুরু করে ঝিলিক সবাই ভাবতে থাকে কী করে মেয়েটার আসল রূপ আনবে সবার সামনে। এরপর ঝিলিকভাবে এই দুই আঁখির DNA পরীক্ষা করাবে। এরপর, ডাক্তারের কাছে জিজ্ঞাসা করতেই ডাক্তার বলে আগে কোর্টের থেকে অনুমতি নিয়ে এলে তবে এই টেস্ট করা যাবে।

এই শুনে উকিল রজতাভ লাহিড়ীর কাছে চলে গেছে ঝিলিক। রজতাভর কাছে ঝিলিক অনুমতি চাওয়ায় সে এই কাজ করতে নারাজ হয়। অনেক কথাবার্তার পর শেষে রজতাভ তিন দিনের মাথায় এই টেস্টের পারমিশন করে দিতে রাজি হয়। এরপর এখান থেকে ঝিলিক চলে গেলে রজতাভ পিয়ারকে কে ফোন করে সমস্ত কথা বলে এবং পিয়ারকে বুঝতে পারে কার কার পরীক্ষা করাতে চায় ঝিলিক। এরপর আঁখি এবং আসল ঝিলিক পার্লারে চলে যায় যেই পার্লারে নাকি সমতা কাজ করত। এখান থেকে কাজ শিখে সমতা বাইরে গেছে কাজ করতে। আগামী পর্বে দেখা যাবে এই পার্লারের মেয়েদের সাহায্যে ঝিলিক নকল আঁখির পর্দা ফাঁস করবে।

Piya Chanda