দেখতে দেখতে গত পরশু ৭বছর পূর্ণ করল বহুল চর্চিত টলি দম্পতি। কথা হচ্ছে রাজ-শুভশ্রীর। পরিচালক-শুভশ্রীর এই জুটিকে বেশিরভাগ সময় দেখা যায় তাঁদের সন্তান-পরিবারকে নিয়ে ব্যস্ত থাকতে। এছাড়াও, ইয়ালিনী কিংবা ইউভানের কান্ডকারখানা সমাজ মাধ্যমে দেখতে পছন্দ করে নেটিজেনরা।
আজ থেকে ঠিকই সাত বছর আগে ২০১৮ সালে ১১ই মে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। প্রসঙ্গত, জুটিকে বড় পর্দা ছাড়াও সোশ্যাল মিডিয়ার দৌলতে রোজকার জীবনের নানান মুহূর্ত দেখতে পান অনুরাগীরা। কিন্তু, কেউ কী জানেন এই জনপ্রিয় দম্পতি কীভাবে এবছর বিবাহ বার্ষিকী পালন করেছেন?

শোনা যায়, বিয়ে করার আগে দু’বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন এই তারকা জুটি। তবে গত সাত বছরে তারকা দম্পতির জীবনে এসেছে নানা ওঠা-পড়া কিন্তু, কেউ কখনো একে অপরকে ছেড়ে যায়নি। বরং একটু একটু করেই দৃঢ় হয়েছে তাদের সম্পর্ক।
গত ১১ই মে বিবাহবার্ষিকী উপলক্ষে শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় দুটি ফটো পোস্ট করে। পোস্ট করা ফটোতে দেখা যাচ্ছে, একটি টেবিল মোমবাতির আলোর সাজানো রয়েছে এবং আরেকটি ফটোই দেখা যাচ্ছে ক্যাজুয়াল লোকে ধরা দিয়েছে অভিনেত্রীর স্বামী। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন ‘হ্যাপি সেভেন্থ’।
আরও পড়ুনঃ “এখন ৪০ ঊর্ধ্ব মহিলাদের ডিভোর্সের মাত্রা বেড়ে গেছে, নারীরা যখনই স্বপ্ন দেখতে চান, তখনই সমাজ বাধা দেয়!”— মধ্যবয়সি নারীদের লড়াই নিয়ে সরব অপরাজিতা! বললেন সন্তানদের উচিৎ মায়ের পাশে দাঁড়ানো!
এই ছবি নেট দুনিয়ায় পোস্ট হওয়া মাত্রই হাজারো অনুরাগীরা তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অভিনেত্রী মানালি মনীষা দে বলেছেন, “শুভ বিবাহবার্ষিকী। এরম থেকো সারাজীবন”। ওদিকে আবার ছোট পর্দার অভিনেত্রী অহনা দত্ত বলেছেন, “পছন্দের দুই মানুষ, শুভ বিবাহবার্ষিকী”।