জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল (serial) ‘মিঠিঝোরা’তে চলছে এই মুহূর্তে টান টান উত্তেজনা। এই মুহূর্তে দেখা যাচ্ছে কোয়েলের মুখোশ টেনে ছিড়ে ফেলে দিয়েছে সকলের প্রিয় রাই। এর সঙ্গে রাই জানতে পেরেছে কোয়েলের এই ঘৃণ্য ষড়যন্ত্রের সঙ্গে তাঁর বোন অর্থাৎ নীলু জড়িয়ে ছিল।
এই সিরিয়ালের মুখ্য চরিত্রের সুমন, আরাত্রিকা এবং দেবাদ্রিতা অভিনয় করলেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যায় মৈনাক ও স্বপ্নিলা’কে। ধারাবাহিকের অন্যদিকে আবার দেখা যাচ্ছে, সার্থক দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার সময় জানতে পারে স্রোতের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই খবর পেয়েই আর বিদেশে যাওয়া হয়ে ওঠে না সার্থকের। এর মধ্যেই সার্থক-স্রোতের সম্পর্কের রসায়ন দৃঢ় হয়ে উঠছে।
ইতিমধ্যেই টলিউডের এই নতুন জুটিকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, এই জুটি বাস্তব জীবনের একে অপরের সঙ্গে প্রেম করছে। রিল বানানো থেকে শুরু করে আড্ডা সবকিছুই এই শীতের মরশুমে জমে উঠেছে মোহরকুঞ্জে। আরে এসব দৃশ্যই ধরা পরল ভাইরাল হওয়া এক ভিডিওতে। ভিডিওতে দেখা যাচ্ছে এই জুটি মোহরকুঞ্জে বসে মত্ত খোলামেলা আড্ডায়।
আরও পড়ুনঃ কন্যাদান এড়িয়ে নজির গড়লেন শ্বেতা! কোন নিয়মে সাত তাকে বাঁধা পড়লেন শ্বেতা রুবেল?
শহরের এক সাক্ষাৎকারীর আড্ডায় এই জুটিকে জিজ্ঞাসা করা হয়েছে যে, তাঁরা আদৌ বাস্তব জগতে প্রেম করে কিনা? এই শুনে দুজনেই দুজনের অনবরত ইয়ার্কি মারতে থাকে এবং পরবর্তীকালে জানায়, তারা একে অপরের খুবই ভালো বন্ধু। শুটিংয়ের প্রথম দিন থেকেই তারা একসঙ্গে খুব ভালোভাবে কাজ করছে। দিন যত যাচ্ছে সম্পর্কের মধ্যে বন্ডিং আরও দৃঢ় হয়ে উঠছে। পরে স্রোত অর্থাৎ সপ্নিলা বলে বলে, ‘ মৈনাক দা আমায় কিছু বলে না। আবার, মাঝে মাঝে বকেও’। এই সকল কথার মাঝে স্বপ্নিলা তাঁর কথার ইশারায় দর্শকদের ইঙ্গিত দিলেন যে, হয়তো কোনো বিশেষ ব্যক্তি রয়েছে মৈনাক-এর জীবনে। কিন্তু এই ইন্টারভিউ এর মাধ্যমে এটা স্পষ্ট যে তাঁদের মধ্যে কোনো সম্পর্ক নেই।