জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আগামী মাসেই শেষ হচ্ছে বাংলা টেলিভিশনের সব থেকে দীর্ঘমেয়াদী সিরিয়াল! অন্তিম মুহূর্তের জন্য থাকছে বিরাট চমক

বিনোদন জগত, যা কিনা দর্শকদের সর্বদাই মনোরঞ্জন করার চেষ্টা করে। কিন্তু, বিনোদনের এই দুনিয়াও কোনো কোনো সময় দর্শকদের মন খারাপের কারণ হয়ে ওঠে। সম্প্রতি শোনা যাচ্ছে, টলিউডের টেলিভিশন জগতের আরও একটি সিরিয়াল (Serial) শেষ হতে চলেছে।

শেষ হচ্ছে নাকি স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। টিভির পর্দায় আর দেখা যাবে না সূর্য-দীপার সম্পর্কের রসায়ন। তবে অনেকদিন ধরেই দর্শকেরা আশঙ্কা করছিল আর দিনের মধ্যেই শেষ হতে চলেছে দীর্ঘমেয়াদি এই সিরিয়াল।

প্রসঙ্গত ছোট পর্দার জনপ্রিয় এই সিরিয়াল প্রাথমিকভাবে বোনের গল্প দিয়ে শুরু হলেও পরবর্তীতে নানা মোরে কাহিনী এখন ভিন্ন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। তবে অনেক দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, এই ধারাবাহিকের পরিবর্তে কোন নতুন গল্প আনতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ?

টেলিপাড়ার জোর গুঞ্জন আগামী দিনে আসতে চলেছে এসভিএফ প্রোডাকশনের নতুন ধারাবাহিক। সম্ভবত, এই সিরিয়ালের হাত ধরেই বহুদিন পর টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়। আর, এই জন্যই শেষ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’।

অভিনেত্রীকে ছোট পর্দায় শেষবারের মতো দেখা গেছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। জানা যাচ্ছে, গল্পের অন্তিম পর্যাতেই রয়েছে সূর্য-দীপার কাহিনী। মে মাসের শেষের দিকেই শেষ হয় জনপ্রিয় এই সিরিয়াল। অন্যদিকে আবার, সোলাঙ্কির বিপরীতে কোন নায়ক কিংবা নতুন ধারাবাহিকের কী ধরনের গল্প তা এখন কোনোকিছুই জানা যায়নি।

Piya Chanda

                 

You cannot copy content of this page