জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঠাকুর দেখায় প্রথম পা বাড়াল ছোট্ট ইয়ালিনি, দাদা ইউভানের হাত ধরে সে মাতল পুজোর আনন্দে! সম্পূর্ণ রাজ-শুভশ্রীর পরিবার

দুর্গাপুজোর রঙিন চারদিন মানেই বাঙালির আনন্দ, আড্ডা আর ভালোবাসায় ভরা সময়। তারকা দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর ক্ষেত্রে এই চারদিন আরও খানিকটা বিশেষ। প্রতি বছরই তাঁরা পুজোর দিনগুলো শুধুই পরিবারকে সময় দেন। লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা থেকে দূরে গিয়ে একান্তে কাটানো মুহূর্তগুলোই তাঁদের কাছে আসল আনন্দ। তবে এবারের উৎসবের আকাশে যেন একটু বাড়তি আলো ঝলমল করছে। কারণ, শুভশ্রী-রাজের কন্যা ইয়ালিনি এ বছর প্রথমবার দাদার হাত ধরে ঠাকুর দেখতে বেরোল।

২০২৩ সালের নভেম্বর মাসে জন্ম নিয়েছিল ছোট্ট ইয়ালিনি। গত বছর অর্থাৎ ২০২৪-এর পুজোয় সে ছিল একেবারেই কোলে-কোলে। হাঁটতে শেখা তখনও শুরু হয়নি। কিন্তু সময় গড়িয়ে এক বছরে বদলে গেছে দৃশ্যপট। এ বছর দুর্গামণ্ডপে ভাই ইউভানের হাত ধরে আত্মপ্রকাশ করল রাজ-শুভশ্রীর ছোট্ট রাজকন্যা। মায়ের শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে তাকে পরানো হয়েছিল সুন্দর ফ্রক। দুই ভাইবোনের সেই মুহূর্ত দেখে অভিভাবকদের চোখে-মুখে ফুটে উঠেছিল গর্ব আর আনন্দের ছটা।

পুজোর সাজগোজের দিক থেকেও প্রতি বছর দর্শকের কৌতূহল থাকে তুঙ্গে। শুভশ্রী কোন শাড়ি বেছে নেবেন, কোন দিনে কেমন লুকে দেখা দেবেন, তা নিয়ে অনুরাগীদের উন্মাদনা কম নয়। এবারের পুজোয়ও সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে পোশাক-আশাকের বাইরে এবার সবার নজর কাড়ছে একটাই জিনিস— ইউভান আর ইয়ালিনির একসঙ্গে পুজো দেখা। ভাইবোনের হাসি, মায়ের কোলে কন্যা, আবার ভাইয়ের হাত ধরে হাঁটা— প্রতিটি ফ্রেম যেন এক টুকরো আবেগে ভরপুর।

শুধু সন্তানদের নিয়েই নয়, শুভশ্রী নিজের পারিবারিক সময়ের মুহূর্তগুলোও ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেন না। ননদ, ভাগ্নী, এমনকি আত্মীয়-স্বজনদের সঙ্গে কাটানো আনন্দঘন ছবিও ভেসে উঠছে সোশ্যাল মিডিয়ায়। পুজোর চারদিন কোনও বাঁধাধরা নিয়মে নিজেকে আবদ্ধ করেন না নায়িকা। ইচ্ছে মতো খাওয়া-দাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা আর হাসি-মজা— এই ভাবেই তিনি উপভোগ করেন উৎসব। অন্যদিকে, রাজের বাড়িতে প্রতিবছরের মতোই এ বছরও আয়োজন হয়েছে বিশেষ ভোজের। ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ সেখানে উপস্থিত হন। ভক্তদের কৌতূহল— এ বছরও কি সেই উৎসবের ছবি সামনে আসবে?

সবশেষে, এক কথায় বলা যায় এ বছরের পুজো রাজ-শুভশ্রীর জন্য অন্যরকম। শুধু সাজগোজ বা আড্ডা নয়, পরিবারকে কেন্দ্র করেই তাঁদের আনন্দ বহুগুণে বেড়েছে। বিশেষ করে ইউভান-ইয়ালিনির একসঙ্গে ঠাকুর দেখা যেন দর্শকদেরও আনন্দে ভরিয়ে তুলেছে। তাই অনুরাগীদের চোখ এখন আরও কিছু ফ্রেমের অপেক্ষায়— হয়তো ভাইবোনের সেই খুনসুটি, হয়তো মা-বাবার সঙ্গে আরও কিছু উজ্জ্বল মুহূর্ত। যাই হোক, স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে রাজ-শুভশ্রীর দুই সন্তানকে নিয়ে তৈরি হওয়া সুখী ছবিগুলো।

Piya Chanda