বাংলা টেলিভিশনের পর্দায় যাঁকে এখন নিয়মিত দেখা যায়, সেই উদয় প্রতাপ সিং অল্প সময়েই দর্শকের মন জিতে নিয়েছেন। ‘পরিণীতা’ ধারাবাহিকে রায়ান চরিত্রে তাঁর অভিনয় শুধু জনপ্রিয়তাই এনে দেয়নি, তৈরি করেছে এক নতুন টেলিভিশন নায়ক। তবে পর্দার এই সাফল্যের আড়ালে রয়েছে এমন এক ব্যক্তিগত যাত্রা, যেখানে প্রেম, বিচ্ছেদ এবং নতুন শুরুর গল্প মিলেমিশে আছে। দর্শকের কৌতূহল তাই শুধু তাঁর অভিনয় নিয়েই নয়, বাস্তব জীবন নিয়েও।
অভিনয়জীবনের শুরুর দিকে উদয়ের নাম উঠে এসেছিল আরেক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণে। অনামিকা চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের আগেই, শৈশবের বন্ধুত্ব থেকে প্রেমে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী শ্রীজিতা মুখোপাধ্যায়ের সঙ্গে। দীর্ঘদিনের সেই সম্পর্ক টলিপাড়ার অন্দরমহলে বেশ চর্চিত ছিল। এমনকী, একসময় গুঞ্জন ওঠে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দু’জন। আংটি বদল, ভবিষ্যৎ পরিকল্পনা—সব মিলিয়ে সম্পর্কটি ছিল যথেষ্ট সিরিয়াস।
কিন্তু হঠাৎ করেই সেই গল্পে আসে ছেদ। ২০২০ সালের শেষের দিকে সম্পর্ক ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে, যা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। কেন সেই বিচ্ছেদ, তা প্রকাশ্যে কখনও পুরোপুরি বলা হয়নি। পরবর্তীকালে সাক্ষাৎকারে উদয় নিজেই ইঙ্গিত দেন, এই অভিজ্ঞতা তাঁকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তবে সেই সময়ই তাঁকে জীবনের কঠিন সত্যগুলো বুঝতে সাহায্য করে। উল্লেখযোগ্যভাবে, সম্পর্কের সময়ে শ্রীজিতাকে সঙ্গে নিয়ে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে হাজির হওয়াও দর্শকের মনে আজও স্মৃতি হয়ে রয়েছে।
এই বিচ্ছেদের পর শ্রীজিতা দ্রুতই নতুন সম্পর্কে জড়িয়ে সংসারী হন। অন্যদিকে, উদয়ের জীবনে আসে এক দীর্ঘ নীরবতা। নিজের কাজেই মন দেন তিনি। ঠিক সেই সময়েই তাঁর জীবনে প্রবেশ করেন ‘এখানে আকাশ নীল’ খ্যাত অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্ক ধীরে ধীরে গভীরতায় পৌঁছয়। কয়েক বছরের সম্পর্কের পর ২০২৩ সালের ২৮ জুন, উত্তরবঙ্গের পাহাড়ি পরিবেশে ঘরোয়া অনুষ্ঠানে আইনি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।
আরও পড়ুনঃ কাজের জন্য হাত পাতিনি, টাকা ছিলনা, প্রয়োজনেই কম বাজেটের ছবিতে কাজ করেছি! অকপট লিডিং হিরো বনি সেনগুপ্ত
বিয়ের পর উদয়ের জীবনে যেমন স্থিরতা এসেছে, তেমনই কেরিয়ারেও বদল চোখে পড়ার মতো। পার্শ্বচরিত্র থেকে লিড নায়ক—এই উত্তরণে অনামিকার উপস্থিতি যে বড় প্রভাব ফেলেছে, তা অস্বীকার করেন না অনেকে। যদিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি মুছে যাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল, সেই জল্পনায় নিজেই ইতি টানেন অনামিকা। স্পষ্ট করে জানান, তাঁদের দাম্পত্য জীবন সুখেরই। সব মিলিয়ে, প্রেমের ব্যথা পেরিয়ে আজ উদয় প্রতাপ সিং শুধু সফল অভিনেতাই নন, একজন পরিণত মানুষও।
