জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভাতের স্বাদ বাড়বে বহুগুণ, আমিষ ফোড়নে মুসুর ডাল হবে আরও টেস্টি! রইলো রেসিপি

বাঙালিদের হেঁশেলে মাছ-মাংসের পাশাপাশি ডালের (Daal) কদর খুব একটা কম নয়। নিরামিষ দিন হোক বা রবিবার প্রথম পাতে ডাল থাকা মাস্ট। তবে মুসুর ডালে সাধারণত নিরামিষ ফোড়ন দিই। স্বাদ বদলাতে ট্রাই করুন এই নতুন ধাঁচের ফোড়নটি। সহজ ফোড়নের রেসিপি (Recipe) জানুন।

উপকরণ- মুসুর ডাল, স্লাইজ করা পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালোজিরে, কাঁচালঙ্কা, নুন, সাদা তেল।

প্রণালী- প্রথমে মুসুর ডাল সেদ্ধ করুন। তারপর ফোড়নের ব্যবস্থা করুন। কড়াইতে সাদা তেল গরম করে, এতে কালোজিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বের হলে দিন পেঁয়াজকুচি। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হলে দিয়ে দিন সেদ্ধ মুসুর ডাল। এবার স্বাদ মতো নুন ও মুসুর ডাল দিয়ে নামিয়ে নিন। উপর থেকে ছড়িয়ে দিন ঘি। ঘিতে আরও স্বাদ বাড়বে। সঙ্গে ডিম ভাজা, আলু ভাজা, আলো মাখা হলেই জমে যাবে।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।