বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা অনেক সময় হঠাৎ আসে, আবার অনেকের ক্ষেত্রে তা গড়ে ওঠে ধীরে ধীরে। সেই দ্বিতীয় পথেই হেটেছেন অভিনেতা উদয় প্রতাপ সিং। পরিচিত মুখ হলেও তাঁকে নিয়ে চর্চা এখন আরও বাড়ছে—কারণ শুধু অভিনয় নয়, তাঁর ব্যক্তিত্ব ও ভাবনাচিন্তাও আলাদা করে নজর কেড়েছে দর্শকের।
কেরিয়ারের শুরুটা কিন্তু একেবারেই সহজ ছিল না। ধারাবাহিকে ছোট বা সাইড রোল দিয়েই অভিনয় যাত্রা শুরু করেছিলেন উদয় প্রতাপ সিং। চরিত্রের দৈর্ঘ্য কম হলেও অভিনয়ে কোনও ঘাটতি রাখেননি তিনি। সংলাপ বলার ধরন, চোখের অভিব্যক্তি এবং চরিত্র বোঝার ক্ষমতা ধীরে ধীরে দর্শকের চোখে পড়তে শুরু করে। অল্প সময়েই বোঝা যায়, এই অভিনেতার মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে।
বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-য় লিড রোলে অভিনয় করে আরও বড় পরিচিতি পেয়েছেন উদয়। এই চরিত্র তাঁর অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আবেগ, দ্বন্দ্ব এবং মানসিক টানাপোড়েন—সবকিছুই তিনি খুব সংযত ও বাস্তবসম্মতভাবে পর্দায় তুলে ধরছেন। ফলে দর্শকের পাশাপাশি প্রশংসা আসছে সমালোচকদের কাছ থেকেও।
তবে শুধু অভিনয়ের জন্যই নয়, সম্প্রতি একটি মন্তব্যের কারণে নতুন করে আলোচনায় এসেছেন উদয় প্রতাপ সিং। তিনি বলেন, “সমস্যায় জর্জরিত, হতাশ মানুষই অন্যের ভুল খোঁজে।” এই বক্তব্য অনেকের মন ছুঁয়ে যায়। সমাজে অহেতুক সমালোচনা এবং নেগেটিভিটির প্রবণতা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন বহু মানুষ।
আরও পড়ুনঃ কৌশিক গাঙ্গুলির ছবিতে পারিশ্রমিক বিতর্ক! কাজ করেও টাকা পাননি! পরিচালকের বিরু’দ্ধে অভিযোগ জুনিয়র আর্টিস্টের! কী বললেন পরিচালক?
অনেকের মতে, এই মন্তব্য নিছক কোনও উক্তি নয়, বরং বাস্তব জীবন থেকে পাওয়া অভিজ্ঞতার প্রতিফলন। বিনোদন জগতের চাপে থেকেও উদয় যে বাস্তবতাকে অস্বীকার করেন না, সেটাই তাঁকে আলাদা করে তোলে। আত্মসমালোচনা ও নিজের উন্নতিতেই যে আসল সাফল্য—এই বার্তাই যেন বারবার উঠে আসে তাঁর কথায়।
