জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, পার্টিতে যাওয়া জন্য তৈরি হয়ে ঋষি উজির অপেক্ষা করছে। এমন সময় সে আবার নিজের চারিপাশে বিতানকে দেখতে পায়। বিতানের আত্মা ঋষিকে বলে, তার সব স্বপ্ন শেষ করে দিয়ে ঋষি আনন্দ করতে পারে না কিছুতেই! ঋষি আবার পাগলামি শুরু করে। ঠিক সময় উজি এসে পড়ায়, সে ঋষিকে শান্ত করে।
ওদিকে পার্টিতে কখন কোথায় কীভাবে ঢুকতে হবে, কখন আলো বন্ধ করতে হবে, ইত্যাদি সবকিছু নিশা তার দলের লোকেদের বোঝাতে থাকে। নিশা বলে, হতে কিন্তু ৪ মিনিট সময় থাকবে লকার খুলে, লুট করে পালিয়ে যাওয়ার জন্য। নিশা বলে, ততক্ষণ সে জিৎ বসুকে ঋষির পার্টিতেই ব্যস্ত রাখবে। ওদিকে পার্টিতে সবাই নাচ গান করছে, কিন্তু ক্রমাগত বিতানকে দেখতে পেয়ে ঋষি মানসিক ভাবে ভেঙে পড়ছে। অতীত মনে করে, শরীর খারাপ হতে থাকে।
ঠিক সময় আবার উজি সামলে নেয়, যদিও ঋষির দিদি থেকে শুরু করে কাকি আর অন্যরাও উজিকেই দোষারোপ করে ঋষির এই অবস্থার জন্য একমাত্র সে-ই দায়ী। ওদিকে নিশাকে এমন সাজে ঋষির পার্টিতে দেখে জিৎ বসুর মনে একটা অজানা অনুভূতি হয়। দুজনের মধ্যে একটা সুন্দর কথপোকথন চলতে থাকে এরপর, প্রেম আর বিয়ে নিয়ে। কিন্তু হঠাৎ করেই ঋষির চিৎকার আর বিধ্বস্ত অবস্থা দেখে ছুটে যায় তারাও।
কিন্তু ঋষির কি হয়েছে, সেটা সত্যি করে কেউ বলে না। আর এতেই নিশার মনে সন্দেহ তৈরি হয়। নিশা দেখে উজি মায়ের মতো যত্ন করছে ঋষির। আর এই দেখে তার মনে আরও রাগ জন্মায় ঋষির উপর। ঠিক সেই সময় মদ্যপ অবস্থায় একটি ছেলে পার্টিতে ঢুকে এসে ঋষিকে খু’নি বলে চিহ্নিত করতে থাকে। সে বলে, বাবার টাকার জোরে ঋষি বিদেশ পালিয়ে বেঁচে গেলেও, তাঁকে ধরে নিয়ে গেছিল পুলিশ। খু’নের অভিযোগে তার জীবন নষ্ট হয়ে গেছে।
আরও পড়ুনঃ “যারা অন্যের খারাপ সমালোচনা করেন, তারা নিজের জীবনের ব্যর্থতা আর হতাশাতেই জর্জরিত”—অকপট উদয় প্রতাপ! কাদের উদ্দেশে এমন কথা বললেন অভিনেতা?
আর এদিকে ঋষি দিব্যি আনন্দ করছে। সেই প্রতিবাদ জানাতে আসলে তাকে তড়িঘড়ি বের করে দেওয়া হয়, পাগল বলে। এরপর নাচ গানে পার্টি আবার জমে ওঠে। কিন্তু নিশার মনে সন্দেহ যায় না। সে ওই ছেলেটির পিছু নিয়ে পুরো ঘটনাটা জানতে চায়। ছেলেটি বলে তার কাছে প্রমাণ স্বরূপ ভিডিও আছে। পার্টির মাঝপথে ঋষি বলে সে এখন সুস্থ বোধ করছে, আর বিতানকে দেখতে পাচ্ছে না। হঠাৎ করেই সামনের বড় স্ক্রিনে, সেই রাতের ম’র্মান্তিক ঘটনার দৃশ্য ফুটে ওঠে! ঋষির হাতে নিজের দাদাকে খু’ন হতে দেখে উজি ভেঙে পড়ে।
