বাংলা টেলিভিশন প্রেমীরা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার উদগীব হয়ে বসে থাকেন কখন বেরোবে টিআরপি তালিকা। আসলে এই টিআরপি তালিকায় প্রমাণ করে দেয় এই মুহূর্তে বাংলা টেলিভিশনে চলা ধারাবাহিকগুলির অবস্থান। কে কাকে হারালো, কার নম্বর বাড়লো কার কমল বিভিন্ন সব প্রশ্ন! আর তার উত্তর ওই টিআরপি তালিকা।
গত সপ্তাহে শেষবারের মতো টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছিল ধারাবাহিক মিঠাই। জি বাংলার ধারাবাহিকের ইতিহাসে জায়গা করে যাওয়া এই ধারাবাহিকটির গত সপ্তাহেই ছিল শেষ টিআরপি। আবার উল্লেখযোগ্যভাবে গত সপ্তাহেই নিজের হৃত স্থান পুনরুদ্ধার করতে পেরেছিল ধারাবাহিক অনুরাগের ছোঁয়া।
যদিও গৌরী এলোর সামনে গত সপ্তাহে বিপর্যস্ত হতে হয়েছে ধারাবাহিক জগদ্ধাত্রীকে। গত সপ্তাহেও তিন নম্বর স্থানেই ছিল গৌরী এলো। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী ৭.৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। ৭.১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল জি বাংলার গৌরী এলো এবং ৬.৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় নম্বরে ছিল জি বাংলার জগদ্ধাত্রী। চতুর্থ স্থানে ছিল নিম ফুলের মধু। যুগ্মভাবে পঞ্চম স্থান দখল করে স্টার জলসার দুটি ধারাবাহিক বাংলা মিডিয়াম এবং হরগৌরী পাইস হোটেল।
তবে এই সপ্তাহে সবাইকে চমকে দিল নতুন শুরু হওয়া ধারাবাহিক ফুলকি। মিঠাই শেষ হয়ে শুরু হয়েছে নতুন এই ধারাবাহিকটি। অনেকেই বলেছিলেন মিঠাইয়ের জায়গা নেওয়া এই ধারাবাহিকের পক্ষে সম্ভব নয়। তবে এসেই কামাল করল ফুলকি। ৭.২ রেটিং পয়েন্ট নিয়ে একেবারে সরাসরি দ্বিতীয় স্থান দখল করেছে এই ধারাবাহিকটি।
প্রথম স্থানে যথারীতি রয়েছে অনুরাগের ছোঁয়া। তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। নতুন ধারাবাহিক হিসেবে সন্ধ্যাতারা পেয়েছে ৫.০ রেটিং পয়েন্ট। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা-
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৬
২য় •• ফুলকি ৭.২
৩য় •• জগদ্ধাত্রী ৬.৯
৪র্থ •• নিম ফুলের মধু ৬.৫
৫ম •• রাঙা বউ / হর গৌরী পাইস হোটেল – ৫.৯