জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অষ্টমঙ্গলা কাটিয়ে ফিরতেই শুরু তুলকালাম! ‘এবার কি শ্বাস নিতে গেলেও আপনার অনুমতি লাগবে?’ কুচুটে শাশুড়িকে ঝামা ঘষে দিল শিমুল

সোহাগ জল ধারাবাহিকটি বন্ধ হয়ে গিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। অল্প সময়ই দর্শকদের মন জিতে নেওয়া এই ধারাবাহিকটি এখনও পর্যন্ত কিন্তু টিআরপি তালিকায় সেই রকম কোনও বিরাট কামাল দেখাতে পারেনি। যদিও স্লট লিডার হয়েছে।

কলকাতা শহরের মেয়ে শিমুলের বিয়ে হয়েছে মফস্বল শ্রীরামপুরে।‌ একেবারেই হাড়কিপ্টে পরিবার। আবার তেমন‌ই কুচুটে। বোকা, একগুঁয়ে স্বামী পরাগ আর কুচুটে শাশুড়ি, পাগলি ননদ, ধান্ধাবাজ, রগচটা দেওরকে নিয়ে সংসার তার। মূলত বড় ছেলের তিনি নিজের পাগলি মেয়েকে দেখাশোনা করার জন্য।

অন্যদিকে দুই দাদার ঘাড়ে বোঝা হয়ে থাকা শিমুলের বিয়েও তড়িঘড়ি বিচার বিবেচনা না করেই বিয়ে দেওয়া হয়‌। যদিও আগে সবকিছু সহ্য করে থাকলেও এখন প্রতিবাদী শিমুল। যে কোন‌ও বিষয়েই স্বামী শাশুড়ির বিরুদ্ধে স্পষ্ট কথা বলে সে। অর্ক গঙ্গোপাধ্যায়ের লেখনীতে এই ধারাবাহিকে দেখানো হয় ফুলশয্যার রাতে বউকে সরিয়ে সেই খাটে মা ছেলে একসঙ্গে শুয়েছে। আর যা দেখার পর থেকে বিতর্কের ঝড় বয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে।

এই ধারাবাহিকে দেখানো হয় যে যে শিমুলের শাশুড়ি তার ছেলের ফুলশয্যার রাত নষ্ট করতে অসুস্থতার ভান করে নবদম্পতির ঘরে ঢুকে ছেলের বুকে মাথা দিয়ে শুয়ে পড়েন ফুলশয্যার ফুল ছড়ানো খাটে। আর নতুন বউ শোয় পাশের সোফায়। যদিও ধারাবাহিকের নায়িকা শিমুল বিশ্বাস করিনি তার শাশুড়ি অসুস্থ সে বুঝতেই পেরেছিল সম্পূর্ণটাই তাদের দুজনকে আলাদা করে দেওয়ার জন্য নাটক।

এরপর অষ্টমঙ্গলায় বাপের বাড়ি আসাকে ঘিরেও শিমুলের শাশুড়ির ছিল বেজায় আপত্তি। যদিও সেই আপত্তিতে খুব একটা কর্ণপাত না করেই প্রতিবাদী শিমুল চলে আসে নিজের বাপের বাড়ি। যদিও পরাগের আসা না আসাটা সে তার ওপরেই ছেড়ে দিয়েছিল। যদিও অষ্টমঙ্গলায় যাওয়ার পর থেকেই শিমুলের শাশুড়ি পরাগকে ফোন করে শিমুলের বাপের বাড়ির হাঁড়ির খোঁজ নিতে থাকে। শিমুল বুঝতে পারে তার শাশুড়ি সম্পূর্ণভাবে সুস্থ। পুরোটাই নাটক।

যদিও শিমুল বাড়ি ফিরতেই অভিযোগের ডালি নিয়ে চলে আসে তার শাশুড়ি। কেন সে অসুস্থ জানার পরেও শিমুল ফোন করেনি তাকে। যদিও স্পষ্টবাদী শিমুল জানিয়ে দেয় যখন তার শাশুড়ি তার বাড়িতে কি রান্না হয়েছে কি খাওয়ানো হয়েছে কি রকম ব্যবহার করা হচ্ছে পরাগের সঙ্গে সেই সমস্ত বিষয়ে ঘন্টার পর ঘন্টা ফোন করে কথা বলতে পারেন তাহলে তিনি সুস্থ হয়ে গেছেন বলেই ভেবেছে সে। আর নতুন বউয়ের মুখে উপযুক্ত জবাব শুনে একেবারে চুপ করে যায় শিমুলের শাশুড়ি।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।