জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Anurager Chhowa: বাড়ির সকলের প্ল্যানে কাছাকাছি সূর্য-দীপা! আগের মতো জেগে উঠল রোম্যান্স

বাংলার সেরার সেরা তকমা পাওয়া ধারাবাহিক হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। বহুদিন ধরে ধারাবাহিকের দর্শকরা অপেক্ষায় ছিল, সূর্য (Surjo) ও দীপার (Dipa) এক হওয়া দেখবে বলে। অনেকের মনে অনেক প্রশ্নই ওঠে। আদোও তারা এক হবে কিনা? এক হওয়ার আগেই গল্প লিপ নেবে কিনা? দীপা আদোও সুস্থ হয়ে সূর্যের সাথে সেনগুপ্ত বাড়ি ফিরবে কিনা? অবশেষে সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে দর্শক। দীপা নিজে না চাইলেও মেয়েদের কথা ভেবে সেনগুপ্ত বাড়িতে ফিরতে রাজি হয়েছে।

মিশকার দেওয়া ভুল রিপোর্টের দরুন সূর্য এতদিন দীপাকে ভুল বুঝে এসেছে। সূর্য ভেবে এসেছে, সোনা (Sona)-রূপা (Rupa) দীপা ও কবিরের (Kobir) সন্তান। দীপা বারংবার সূর্যের সামনে সত্যিটা আনার পরও সূর্য দীপার কথা বিশ্বাস করেনি। এমনকি সোনা-রূপাকে দীপার থেকে আলাদা করার জন্য তাদের নিয়ে দূরে চলে যায়। আর সেখানেই সকল সত্যি সূর্যের সামনে আসে। সন্তানদের খুঁজতে গিয়ে দীপা বড় দুর্ঘটনার শিকার হয়। আর তারপরই সূর্য ধীরে ধীরে সত্যের সম্মুখীন হয়।

সূর্য প্রথমে জানতে পারে, কবির কোনোদিনও বাবা হতে পারবে না, যা শুনে সূর্য চমকে যায়। সূর্যের মনে মনে নিজের আবার টেস্ট করবে বলে ঠিক করে। আর সেই রিপোর্ট আবার মিশকা পাল্টে দেয়। কিন্তু সোনা-রূপার সঙ্গে ডিএনএ টেস্ট করার পরই আসল সত্যি সামনে আসে। সূর্য দেখতে পায় তার সঙ্গে সন্তানদের ডিএনএ মিলে গিয়েছে। এই সত্যিটা জেনে সূর্য আফসোস করতে থাকে। সূর্য বুঝতে পারে না, কিভাবে দীপার কাছে সে ক্ষমা চাইবে।

সূর্য দীপার কাছে ক্ষমা চাওয়ার জন্য হাসপাতাল থেকে রওনা দেয়, এদিকে দীপা আরও অসুস্থ হয়ে বাড়ির পাশেই এক লোকাল হাসপাতালে ভর্তি হয়। সূর্য হাসপাতালে গিয়ে দীপার কাছে ক্ষমা চায় ও তাকে নিজের সাথে বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু এবার দীপা রাজি হয় না। দীপা বলে, এতদিন দীপার কথায় সে বিশ্বাস করেনি শুধুমাত্রই একটা মিথ্যা রিপোর্টের জন্য। তাই এই সম্পর্কে আদোও কোনও বিশ্বাস গড়ে ওঠেনি। কিন্তু পরে ছোট্ট সোনা-রূপার কথায় দীপা সেনগুপ্ত বাড়িতে যেতে রাজি হয়।

সকলের ইচ্ছায় দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে এলেও সে সন্তানদের মা হিসাবে ফিরে আসে, সূর্যের বউ হিসাবে নয়। তবে সূর্য মনে মনে ভাবে, দীপা ঠিক একদিন সূর্যকে কাছে টেনে নেবে। সূর্য দীপার খেয়াল রাখতে গেলে দীপা সূর্যকে বাধা দেয়। দীপা সূর্যের কোনও সাহায্য চায় না। এদিকে বাড়ির সকলে সূর্যের এরূপ অবস্থা দেখে কষ্ট পায়। সূর্য যতবারই নিজের ভুল সংশোধন করে দীপার কাছে যাওয়ার চেষ্টা করে। দীপা ততই সূর্যকে দূরে ঠেলে দেয়।

বাড়ির সকলে সূর্য ও দীপাকে মিল করানোর জন্য নতুন নতুন প্ল্যান করতে থাকে। এবার তারা তাদের কাছাকাছি আনার জন্য দীপাকে কিছু কথা বুঝিয়ে সূর্যের রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, সূর্যের রুমে এমন কোনও ব্যবস্থা করে যাতে তারা কাছাকাছি আসে। আর সেইমতো সূর্যের রুমে দীপা গেলে হঠাৎ দীপা পরে যায়, আর তখনই সূর্য তাকে ধরে নেয়। তারপরই দুজনে কাছাকাছি আসে। তবে কি এই কাছাকাছি তাদের আবার পুরোনো প্রেম মনে করিয়ে দেবে? দীপা কি সূর্যকে ক্ষমা করে দেবে নাকি দীপা ও সূর্যকে কাছাকাছি দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page