জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

3 Actress: জি বাংলার নতুন সিরিয়ালে এক সঙ্গে ৩ জনপ্রিয় নায়িকা! নাম জানলে অবাক হবেন আপনিও

আজকাল বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে টিআরপি ফলাফল (TRP)। ২০২০-র পর থেকেই টিআরপির উপর গুরুত্ব দিয়েই চলছে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি। সিরিয়াল হোক বা রিয়েলিটি শো, জি হোক বা জলসা, টিআরপির যুদ্ধে কে আগে আসবে এই এখন সেইটাই মুখ্য। যদিও এই সপ্তাহের টিআরপি তালিকা বলছে প্রথম পাঁচের বেশির ভাগই জি বাংলার দখলে। তবে জলসাও যে গা ঢিলে দিয়েছে এমনটা নয়। স্টার জলসার পর্দায়ও আসছে একাধিক নয়া ধারাবাহিক।

তবে এবার স্টুডিও পাড়ায় গুঞ্জন, ‘আলোর কোলে’-র পর জি বাংলায় আসছ নতুন ধারাবাহিক। অরগ্যানিক প্রোডাকশনের প্রযোজনায় এই নতুন ধারাবাহিকের নায়ক-নায়িকার লুক সেট করতে এসেছিলেন টেলিভিশন জগতের একাধিক জনপ্রিয় মুখ। কিন্তু পরিচালক খুঁতখুঁতে। কাউকেই চরিত্রের সঙ্গে মিলিয়ে নিতে পারছিলেন না। অন্যদিকে, চ্যানেলের তরফ থেকেও চলে এসেছে টেলিকাস্টের তারিখ। তাই এক প্রকার হড়বড়িতেই ঠিক করতে হয়েছে নায়ক নায়িকাদের। টেলি পাড়া সূত্রে খবর, ধারাবাহিকে থাকবে একাধিক স্টার কাস্ট।

অনেক বাছাইয়ের পর শেষমেষ বিভিন্ন চরিত্রে ফাইনাল হয়েছেন তিন জন জনপ্রিয় অভিনেত্রী। ঘনিষ্ঠ মহল বলছে, এই ধারাবাহিকে দেখা যাবে দেবাদৃতা বসুকে। ‘আলো ছায়া’, ‘জয়ী’-এর পর এটি দেবাদৃতার তৃতীয় সিরিয়াল। এছাড়াও থাকছেন আরাত্রিকা মাইতি। সদ্য শ্যুটিং শেষ হয়েছে আরাত্রিকা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। শেষ প্রোমোতে দেখা গিয়েছিল বলিকাঠে মাথা দিয়ে মিতুল। বুঝতে পারছে না কে তাঁকে সেখানে নিয়ে এসেছে। হঠাৎই গান করতে করতে বেরিয়ে আসে মনোরমা অর্থাৎ গুগলির শ্বশুরী। খাড়া নিয়ে মিতুলকে বলি দিতে যায়। কি হবে তারপর? বেঘোরে প্রাণ যাবে মিতুলের? নাকি সত্যিই ভোলেবাবা রক্ষা করবে তাঁকে? যা দেখতে সিরিয়ালপ্রেমীদের উৎসাহ তুঙ্গে।

এছাড়াও দেখা যাবে অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তীকে। তাঁকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসায় ‘এক্কা-দোক্কা’ সিরিয়ালে। অন্যদিকে, নতুন বছরেই জি বাংলায় শুরু হচ্ছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। খুব শীঘ্রই আসতে চলেছে ‘মন দিতে চাই’। মুখ্য ভূমিকায় আছেন অরুণিমা হালদার এবং ঋত্বিক মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ চমকে দেওয়া খবর! জলসার সিরিয়ালে খেলনা বাড়ি নায়িকা

অরুণিমাকে শেষ দেখা গিয়েছিল ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে। বরফির চরিত্রে সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী। অন্যদিকে, অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়কে শেষ দেখা গিয়েছিল ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে। তাঁর চরিত্রের নাম ছিল সাত্যকি। ২রা জানুয়ারি থেকে রাত ১০.৩০টায় দেখা যাবে এই ধারাবাহিক।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page