জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ইধিকার ঘনিষ্ঠ নায়ক! সম্পর্ক ভাঙছে রুক্মিণী-দেবের

বাংলা সিনেমা দুনিয়ায় বলা যায় একার হাতে পরিবর্তন নিয়ে এসেছেন অভিনেতা দেব (Dev)। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজে তো অবশ্যই অভিনয়ের ধাঁচ বদলেছেন একই সঙ্গে বদলে ফেলেছেন বাংলা সিনেমার খোলনচেয়েও। শুধু অভিনেতা হিসেবেই পরিবর্তন এনেছেন এমনটা একেবারেই নয় বরং প্রযোজক হিসেবেও বাংলা ইন্ডাস্ট্রিকে বদলানোর গুরু দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন তিনি।

তার বিভিন্ন সিনেমায় সমাজের বিভিন্ন ঘটনা ফুটে উঠেছে। হাস্যরসের মধ্যে দিয়েই গভীর বাস্তবকে তিনি তুলে ধরেছেন সিনেমায়। যবে থেকে তিনি সিনেমা প্রযোজনায় হাত দিয়েছেন তবে থেকেই তার প্রযোজিত সিনেমাগুলি কিন্তু আলাদাভাবে দর্শকদের নজর কেড়েছে। বলাই বাহুল্য, ভীষণ রকম বাস্তববোধ সম্পন্ন, উচ্চ গুণমান এবং নিখাদ বিনোদনে তিনি দর্শকদের মন মাতিয়েছেন। ‌

টনিক হোক বা প্রজাপতি বা প্রধান তাঁর অভিনীত এবং প্রযোজিত সব সিনেমাই মন জিতেছে দর্শকদের। আর এবার মুক্তির দোরগোড়ায় নায়কের নতুন ছবি খাদান। আর নতুন ছবি প্রকাশের মাঝেই টানাপোড়েন অভিনেতার ব্যক্তিগত জীবনকে ঘিরে। কারণ নায়িকা শুভশ্রী পরবর্তী রুক্মিণী মৈত্রকে নিজের মন দিয়েছেন দেব। আর এবার সেই সম্পর্ক ভাঙ্গনের খবরই নাকি পাওয়া যাচ্ছে। আসলে এখন সম্পর্ক ভাঙাটা ভীষণই সহজাত বিষয় হয়ে উঠেছে। অহরহ ভাঙছে প্রেম, দাম্পত্য জীবন। এই যেমন খাদানে দেবের সহ অভিনেতা যিশু সেনগুপ্তর দীর্ঘদিনের দাম্পত্য জীবন ভাঙনের খবরও কিছুদিন আগেই পাওয়া যায়।

আর এবার শোনা যাচ্ছে দেবের সম্পর্ক ভাঙছে রুক্মিণীর সঙ্গে।‌ যদিও এই দেবের হাত ধরেই বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে পরিচিত হন রুক্মিণী। দেব এবং রুক্মিণী এখন কার্যত ইন্ডাস্ট্রিতে সমার্থক শব্দ হয়ে উঠেছেন। আর তাদেরই নাকি সম্পর্ক ভাঙছে! ঘটনা কি? জানা গেছে সামাজিক মাধ্যমে দেবকে আনফলো করে দিয়েছেন রুক্মিণী। মূলত যখন প্রেম ভাঙ্গে সেই ক্ষেত্রেই প্রেমিক প্রেমিকা একে অপরকে আনফলো করে দেন। তবে কি এবার দেব পর্দায় ইধিকার ঘনিষ্ঠ হতেই তাকে আনফলো করলেন রুক্মিণী? কি ঘটেছে তাদের সম্পর্কে? উত্তর দেবে সময়।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page