‘নিম ফুলের মধু’ এই সময়ের জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল। এই ধারাবাহিকের মূর্খ ভূমিকায় অভিনয় করতে দেখতে পাওয়া যায় রুবেল দাস (Rubel Das) ও পল্লবী শর্মাকে (Pallavi Sharma)। দত্ত পরিবারের দ্বিতীয় অধ্যায় দেখা যাচ্ছে সৃজনের হয়েছে আমল পরিবর্তন। বিশ বছর পর কপালের ফেরে মুখোমুখি হয়েছে সৃজন-পর্ণা।
এই পরিবারের পর্ণার জীবনের দ্বিতীয় ইনিংসে দেখা যাচ্ছে, সৃজনের দুই সন্তান বড়ো হয়ে গেছে। সিরিয়ালের সময়ের পরিবর্তনের মধ্য দিয়ে বোঝা গেছে টিআরপির দৌড়ে একটু বেসামাল হয়ে এই ধারাবাহিক। কিন্তু, মেগার প্রতিটা পর্ব দেখে দর্শকেরা এতটাই চমকে যাচ্ছে যে ধীরে ধীরে সন্ধ্যে ৬টার স্লটে জাঁকিয়ে বসতে চলেছে এই ধারাবাহিক।
সিরিয়াল নির্মাতাদের থেকে প্রকাশ পাওয়া এই সিরিয়ালের শেষ প্রোমো দেখে জানতে পারা গেছে, পর্নার ছেলে আচমকাই বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে। এদিকে, সৃজন বলছে বিয়ের করবে খুব শীঘ্রই। এর মধ্যেই জানতে পারা গেল কে হতে চলেছি পুঁটির জীবনের নায়ক? বর্তমানে পুঁটি হয়েছে এই শহরের এক বড়ো সাংবাদিক। ভাইয়ের অন্যায় কর্মকাণ্ডের জন্য বাড়িতে উপস্থিত হয়েছে পুলিশ অফিসার।
আরও পড়ুনঃ দারুণ খবর! ফের একবার ছোট পর্দা কাঁপাতে ফিরছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, কোন চ্যানেলে?
এই পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে টলিউড জগতের অন্যতম জনপ্রিয় মুখ, অনিন্দ্য চ্যাটার্জী। নিম ফুলের মধুতে নতুন অধ্যায় হিসেবে যোগ হচ্ছে এই অভিনেতা। নিম ফুলের মধু ছাড়াও এই অভিনেতাকে দেখা গিয়েছে ‘কাজল নদীর জলে’র ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে। এই অভিনেতার গল্পে এন্ট্রি হওয়া মাত্রই পুঁটির সঙ্গে জড়িয়েছে নানা তর্ক-বিতর্কে। অনিন্দ্যকে দেখা মাত্রই দর্শকেরা নিশ্চিত পুঁটি খুব তাড়াতাড়ি পেতে চলেছে তার জীবনসঙ্গীকে। তবে এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন, তাহলে আর কী নতুন মোর আসবে দত্ত পরিবারে?