মধুমিতা সরকার (Madhumita Sarcar), টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় নায়িকা। অভিনেত্রী ছোট পর্দা থেকে কাজ শুরু করলেও বর্তমানে তার ব্যাপ্তি ঘটেছে বড় পর্দা এমনকি ওটিটিতেও। মাঝেমধ্যেই অভিনেত্রী ভাইরাল হওয়ার রিলস এর মাধ্যমে ঝড় তোলেন নেট দুনিয়ায়। আজকাল অভিনেত্রীকে নিয়ে টলি পাড়ায় চলছে জোড় গুঞ্জন, প্রেম করছেন অভিনেত্রী। মধুমিতার বিশিষ্ট বন্ধুর সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন সম্পর্কে।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়া একাউন্ট দেখলে দেখতে পাওয়া যাবে সেই বিশিষ্ট বন্ধুর সঙ্গে বিশেষ বিশেষ দিন গুলো কাটান এই অভিনেত্রী। মধুমিতার ২০১১সালে ‘সবিনয়ে নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন। এই সিরিয়ালের পরই মধুমিতা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন। মূলত, অভিনেত্রী স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের মাধ্যমে নজর কাড়েন দর্শকদের। এরপর, আর অভিনেত্রীকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
পরিবর্তন সিনেমার হাত ধরে অভিনেত্রী সিনেমা জগতে প্রবেশ করেন। অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমাগুলি হল- চিনি, লাভ আজ-কাল-পরশু, দিলখুশ আরও অনেক। বর্তমানে অভিনেত্রীর একটি সোশ্যাল মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দেখা যাচ্ছে, সৌরভ চক্রবর্তী পরিচালনায় কাজ করার কথা নিয়ে সাক্ষাৎকারী জিজ্ঞাসা করায় মধুমিতা সপাটে বলেন, ওনাকে অর্থাৎ সৌরভকে ফোন করে জিজ্ঞাসা করার কথা বলেন। অভিনেত্রী আরও জানেন, যদি সে ভাবে তাঁকে কোনো চরিত্রে নেওয়া যাবে কিংবা অভিনেত্রী নিজে কাজ করবে কিনা, তাহলেই পরিচালক সৌরভের পরিচালনায় পর্দায় দেখতে পাওয়া যেতে পারে মধুমিতাকে।
আরও পড়ুনঃ খ্যাতির বিড়ম্বনা! সব হারিয়ে অত্যন্ত দুরবস্থায় ‘কাঁচা বাদাম’ কাকু, অর্থ কষ্টে জেরবার সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি
মধুমিতা বরাবরই স্পষ্টবাদী, তাই সোজা সাপটা উত্তর দিতে কিঞ্চিত কুন্ঠাবোধ হয়নি তাঁর। সৌরভের সঙ্গে ‘বোঝেনা সে বোঝেনা’ খ্যাত পাখির অর্থাৎ মধুমিতার সম্পর্ক না টেঁকায় পরবর্তীকালে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের মধ্যে। বর্তমানে দুজনেই ব্যস্ত তাদের নিজস্ব জীবন নিয়ে। সাক্ষাৎকারের এই ভিডিও সমালোচকদের কাছে বেশ মুচমুচে চর্চার বিষয়।