জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘সারা জীবন একসঙ্গে কাটানোর পরও কত কথা বলা হয় না যে কোনও দম্পতির’, এই ধরনের ছবি বাণিজ্যিকভাবে সফল হয় না এটাই আফসোস! অকপট অপর্ণা সেন

বাংলা অভিনয় জগতের বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen)। মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন ছবি। যেখানে পুনরায় এক ফ্রেমে দেখা যাবে অঞ্জন দত্ত-অপর্ণা সেনকে। সম্প্রতি ছবি প্রসঙ্গে সাক্ষাৎকারে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই তিনি বললেন, আগামী দিনে কাদের জন্য ছবি বানাবেন?

অঞ্জন এর সঙ্গে অভিনয় করলে আমার অভিনয় সমৃদ্ধ হয়: অপর্ণা সেন

সাক্ষাৎকারে নিজের নতুন ছবি প্রসঙ্গে অপর্ণা সেন বললেন, “সারা জীবন একসঙ্গে কাটানোর পরও কত কথা বলা হয় না যেকোনও দম্পতির। সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের গল্প বলবে এই রাত তোমার আমার।” তাঁর কাছে থেকে পঞ্চাশ বছর একসাথে কিভাবে থাকা যায় জানতে চাইলে তার অভিনীত চরিত্রটির অভিজ্ঞতা থেকে তিনি বলেন “দাম্পত্যের বয়স বাড়ার সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলে যায়।

তাঁর কথায়, ফেলে আসা দিনগুলো স্মৃতির ফ্রেমে বন্দি হয়ে থাকে। কিন্তু মনের দিক থেকে টান থাকলে জীবনের পঞ্চাশটা বসন্ত একসঙ্গে পার করা যায়। একটি সিনেমা যখন নির্মাণ করা হয় তখন তার বাজেট নিয়েও ভাবতে হয়। কিন্তু বাজেট নিয়ে ভাবতে হলেও গল্পটা এরকমই সাজাতে হয়। যেন সেটা মানুষের হৃদয়কে স্পর্শ করে যায়।”

তবে আগামী দিনের জন্য অভিনেত্রী ভাবছেন। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তাঁর পরিচালনায় আগামী ছবি কবে দেখা যাবে? উত্তরে অভিনেত্রী বললেন কাদের জন্য ছবি বানাব! দর্শকদের দিকেই প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। অভিনেত্রী আরও বলেছেন, “ছবি যখন বাণিজ্যিক ভাবে মুক্তি পায়, মূলত বাণিজ্য করার জন্যই পায়। তবে ‘এই রাত তোমার আমার’ সিনেমাটি বক্স অফিসে বিরাট ব্যবসা করবে, এমন আশা বোধহয় আমরা কেউই করিনা। তবে যে বিষয়টি শুরুতেই স্বীকার করে নেওয়া উচিত— একটি অত্যন্ত ভাল চিত্রনাট্যের সার্থক এবং সর্বোপরি সৎ সিনেমার রূপায়ণ পেরেছে পরমব্রত, এবং সেই প্রচেষ্টাকে ঠিকঠাক লালন করেছেন প্রযোজক।”

দাম্পত্য সম্পর্কেও বলেছেন অভিনেত্রী। তাঁর কথায়, সর্বোপরি সারা জীবন একসঙ্গে কাটানোর পরও কত কথা বলা হয় না যেকোনও দম্পতির। সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের একটি রাতের গল্প ‘এই রাত তোমার আমার’-এর মাধ্যমে ফুটিয়ে তুলতে আসছেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। অনেকদিন পর বাঙালি দর্শক এই দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি দেখবে।

Ratna Adhikary