সবেমাত্র মাসখানেক হলো শেষ হয়েছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। দীর্ঘমেয়াদি এই সিরিয়াল (Serial) দর্শকের মনে চিরস্থায়ীভাবে আলাদা করে জায়গা নিয়েছে। এক কথায় নিঃসন্দেহে বলা যেতে পারে, একান্নবর্তী পরিবারের আদর্শ নিদর্শন ছিল এই গল্প।
তবে, এই গল্প শেষ হতে না হতেই রুবেলের শুরু হয়ে গিয়েছিল নতুন ধারাবাহিকের শুটিং। এখন, অভিনেতাকে দেখা যাচ্ছে ‘তুই আমার হিরো’ ধারাবাহিককে। কিন্তু, সকলের প্রিয় পর্ণা অর্থাৎ পল্লবীকে শেষবারের মতো দেখা হয়েছিল ‘নিম ফুলের মধু’তেই।
বর্তমানে শোনা যাচ্ছে আবারও ছোটপর্দায় কামব্যাক করতে চলেছে পল্লবী। তবে, চ্যানেল কর্তৃপক্ষর থেকে কোনো কিছু শোনা না গেলেও সমাজমাধ্যমে জানা যাচ্ছে আসন্ন দিনে পল্লবী দেখা যাবে নতুন রূপে।
বলাই বাহুল্য অভিনেত্রী তাঁর প্রতিটা সিরিয়াল এই নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। টেলি পাড়ার গুঞ্জন অভিনেত্রীর আগামী ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায়। এমনকি, পল্লবীর নায়ক হতে চলেছে প্রতীক সেন।
আরও পড়ুনঃ খু’নের অভিযোগে পুলিশের জালে রায়ান! পারুল কি পারবে সত্যি প্রমাণ করে তাকে বাঁচাতে? জমে উঠেছে পরিনীতা
‘নিম ফুলের মধু’ ও ‘উড়ান’ ধারাবাহিক শেষ হওয়ার পর পল্লবী-প্রতীককে জুটি হিসাবে ফেরাচ্ছে অর্গানিক স্টুডিও। বলাই বাহুল্য, টেলিভিশন জগতের নতুন জুটি আসছে শুনে আগ্রহী রয়েছেন অনেক দর্শকেরাই। কিন্তু, এই সব কোনো খবরেই শিলমোহর পরেনি।
