জি বাংলার ‘ফুলকি’ (Phulki) তে আজকের পর্বের শুরুতেই দেখা যায় শিবু গুন্ডা ও তাঁর মা বিয়ে নিয়ে কথা বার্তা এগোতে থাকে, হটাৎ করেই তমালের পটচুল আলগা হয়ে যায়। শিবু সেটা লক্ষ করে আর নিজেই টেনে খুলে দেয় চুলটা। শিবু বুঝতে পারে যে ওকেই ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে। পালানোর চেষ্টা করে সে, কিন্তু ফুলকি কিছুতেই হাল ছাড়েনা বরং তাঁর এক ঘুষিতে মাটিতে পড়ে যায় শিবু।
সেই সময় পুলিশকে ফোন করে জানিয়ে দেয় ফুলকি, পুলিশ এসে ধরে নিয়ে যায় শিবুকে। শিবুর মা ফুলকিদের শাপ শাপান্ত করতে থাকে। ফুলকি জানায় যে তাঁর ছেলের মতন অমানুষদের জন্য কত পরিবারের ক্ষতি হয়। এমনকি ফুলকির বাবাকেও অপহরণ করেছে সে। ফুলকি বলে, “যদি ভালো চান তাহলে ছেলেকে বলবেন সবটা বলে দিতে।” এরপর থানায় নিয়ে এসে শিবুকে জিজ্ঞাসাবাদ করা হলেও সে কিছু বলতে চায় না।

আইপিএস স্বাগতা ম্যাডাম শিবুকে ইন্টারোগেশন রুমে নিয়ে যেতে বলে, আর সেখানে তাঁকে ততক্ষণ পর্যন্ত মারতে বলা হয় যতক্ষণ না সে সত্যিটা বলছে, এক বিন্দু জল বা খাওয়ারও দিতে বারণ করা হয়। এরই মধ্যে পুলিশ স্টেশনে হাজির হয় ফুলকি আর তমাল। ফুলকি অপেক্ষা করতে থাকে যে কখন শিবু তাঁর বাবার কথা বলবে। এরপর স্বাগতা ম্যাডামকে রাজমহলের সেক্রেটারি হুমকি দেয় ফোন করে, যে ভালো করলেন না শিবুকে গ্রেপ্তার করে।
অন্যদিকে ছোট রানীকে শিবুর গ্রেপ্তার হওয়ার খবর দিতেই তাঁর মাথায় বাজ ভেঙে পড়ে। তিনি ভাবতে থাকেন যদি শিবু কিছু বলে দায় তাহলে তো আর রক্ষে নেই। রাজবাড়ি এই বিষয়ে যে যুক্ত সেটা জানাজানি হলে মান সম্মান তো যাবেই সঙ্গে গ্রেপ্তারি পর্যন্ত হতে পারে। তাই ছোট রানী বলে সেক্রেটারীকে ফোনটা বন্ধ করে রাখতে আর সিমটা নষ্ট করে দিতে। এরপর দেখানো হয় খাওয়ার সময়ে আদিত্য তাঁর মা কে জানায় যে সে ধানুর সাথে দেখা করতে চায়।
আদিত্যর বাবা পরামর্শ দেয় ভালো একটা উপহার নিয়ে যেতে নাহলে রাজবাড়ি সম্মানহানী হবে। এরপর আদিত্য চলে যেতেই ছোট কুমার ইন্দ্রকে রানী আইপিএস এর কথাটা জানায় এবং মেরে ফেলতে বলে তাঁকে। অন্যদিকে পুলিশ স্টেশনে শিবু কিছুই বলেনা। চিন্তায় পড়ে ফুলকি নিজেই জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু স্বাগতা ম্যাডাম জানায় তাঁকে আর একটা দিন সময় দিতে, তারই মধ্যে সে সব খবর উদ্ধার করবেই শিবুর পেট থেকে।
আরও পড়ুনঃ মনোজিতের সম্মান ফিরিয়ে দিল পারুল! তূর্য এবার পুলিশের ফাঁদে! রায়ান জড়িয়ে ধরল পারুলকে! অবশেষে কি কাছাকাছি আসছে রায়ান-পারুল?
স্বাগতা ম্যাডাম জানান যে তাঁকে ইতিমধ্যেই হুমকি দেওয়া হয়েছে ফোন করে। তিনি বলেন নিশ্চয়ই কোনও বড় মাথার হয়ে কাজ করে শিবু। ফুলকিকে সতর্ক থাকতে বলেন তিনি। রাতে বাড়ি ফিরে রান্না করতে থাকেন স্বাগতা ম্যাডাম আর ঠিক সেই সময়ে ঘরে কিছু গুন্ডা ঢুকে করে। ফুলকি আগে থেকেই সবটা আন্দাজ করতে পেরে অনান্য পুলিশের সহজে স্বাগতা ম্যাডামকে বাঁচিতে নেয়। এবার কি তবে আসল সত্যি বের হবে? এরপর কি হবে জানতে চোখ রাখুন আগামী পর্বে।