জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ধর্মের কল বাতাসে নড়ে! হাইকোর্টে মামলা করেও ছাড়া পেল না রুদ্র! শিবু গুন্ডাকে ফুলকির আরং ধোলাই! অবশেষে ফুলকি খুঁজে পেল নিজের বাবাকে!

জি বাংলার ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) তে আজকের পর্বের শুরুতেই দেখা যায় রাজবাড়িতে ছোট কুমারকে দায়িত্ব দেন ছোট রানী, নতুন পুলিশ অফিসারকে মেরে ফেলার। সেই মতন কিছু লোক ঠিক করে ছোট কুমার, যারা রাতের অন্ধকারে ওই কাজটি করতে পারে। অন্যদিকে রাতে হঠাৎ দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে ফুলকি। স্বপ্নে ফুলকি একজনের মৃ’ত’দে’হ দেখতে পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায়।

ফুলকির মাথায় আসে পুলিশ অফিসার স্বাগতা ম্যাডামের কথা, বারবার ফোন করেও কোনও উত্তর না পেয়ে ফুলকি বাধ্য হয়ে আরেকজন অফিসারকে ফোন করে। ফোন করে ফুলকি জানতে পারে, স্বাগতা ম্যাডাম বাড়ি ফিরে গেছেন। ফুলকির সন্দেহ হয়, হয়তো স্বাগতা ম্যাডামকে কেউ কোনও ক্ষতি করার চেষ্টা করছে। তৎক্ষণাৎ বেরিয়ে পরে ফুলকি। স্বাগতা ম্যাডাম বাড়িতে রান্নাবান্না করছিলেন, সেই সময় ওই গুন্ডারা তাঁকে মারার চেষ্টা করে।

Phulki, Zee Bangla Serial, Zee Bangla, Bengali Serial, New Episode, Upcoming Episode, Devyani Mondal, Abhishek Bose, Sudip Sarkar, Rudrarup Sanyal, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, দিব্যানী মণ্ডল, অভিষেক বসু, সুদীপ সরকার, রুদ্ররূপ সান্যাল, নতুন পর্ব

সঠিক সময়ে ফুলকি আর ওই অফিসার এসে গুন্ডাদের আচ্ছা করে শাস্তি দেয়। স্বাগতা ম্যাডাম ফুলকির সাহায্যে বেঁচে গেছে, এর বিনিময় ফুলকিকে শিবুকে জিজ্ঞাসাবাদের সুযোগ করে দেয়। এদিকে পরের দিন যখন ফুলকি গভীর চিন্তায়, তখন লাবণ্য এসে জানায় যে রুদ্রর পাল্টা হাইকোর্টের মামলা খারিজ হয়ে গেছে, রুদ্র আবারও জেলে। লাবণ্য দেখা করতে যায় রুদ্রর সঙ্গে। সেখানে গিয়ে লাবণ্য রুদ্রকে নানানভাবে কটাক্ষ করতে শুরু করেন।

এমনকি লাবণ্য দুঃখ প্রকাশ করে রুদ্রকে জানায় সন্তান ছিল না বলে অনেক কেঁদেছেন, কিন্তু রুদ্রর মতন বদরক্ত যুক্ত সন্তান তার চাই না, কারণ সেও বড় হয়ে বাবার মতই হবে। এই কথা শুনতেই লাবণ্যর গলা টিপে ধরে রুদ্র। হুমকি দিয়ে সে জানায়, যেদিন ছাড়া পাবে সে, সেইদিন সবাইকে দেখে নেবে!” অন্যদিকে আদিত্যর সঙ্গে দেখা করতে একটি ক্যাফেতে যেতে চায় ধানু। ফুলকিরা তাঁকে পৌঁছে দিতে গেলে জানতে পারে যে পুরো ক্যাফেটাই আদিত্য ধানুর জন্য বুক করে নিয়েছেন।

ফুলকি এবার শিবুকে জেরা করতে যায়, দুটো ঘুষি মারতেই কিছুটা সত্যিই বলে ফেলে সে। একটি ফোন নাম্বার দেয় শিবু, ধানুর বিয়ের দিন সকালে স্বাগতা ম্যাডাম ফোন করে ফুলকিকে জানায়, শিবু যে নম্বর দিয়েছে সেটার কোনও অস্তিত্ব নেই। ফুলকি বলে তাদের ঘটনাস্থলে গিয়েই তদন্ত করতে হবে। এবার কি ফুলকি পেয়ে যাবে নিজের বাবাকে? রাজবাড়ির অন্দরে লুকিয়ে আছে কোন রহস্য? জানতে চোখ রাখুন আগামী পর্বে।

Piya Chanda