টেলিপাড়ার এই অভিনেত্রী (Small Screen Actress) সব সময় থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। জানা যায়, ছোটবেলায় অনেক কষ্ট করে বড় হয়েছেন এই অভিনেত্রী। একমাত্র কন্যা হিসেবে পরিবারের খুব আদরের হলেও, প্রথম জীবন তাঁর সহজ ছিল না। বহুদিন না খেয়ে থাকতে হয়েছে, আর্থিক টানাপোড়েন পেরিয়ে আজ যে জায়গায় তিনি পৌঁছেছেন, তা নিঃসন্দেহে তাঁর চেষ্টার ফসল।
বর্তমানে তিনি শুধুই একজন সফল অভিনেত্রীই নন, বরং নিজের বাবা-মায়ের ভরসাও বটে। সম্প্রতি জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি, পর্দার জীবনসঙ্গী থেকে বাস্তবের স্বামী-স্ত্রী। পাত্রও এই ইন্ডাস্ট্রিরই জনপ্রিয় অভিনেতা। একসঙ্গে কাজ করতে করতেই নাকি মন দেওয়া-নেওয়া, তারপর প্রেম ও অবশেষে বিয়ে। যদিও রূপকথার মতো এই প্রেমের গল্পের বাইরেও রয়েছে এক রহস্যের গন্ধ।

এর কারণ সহকর্মীদের একাংশের মতে এই অভিনেত্রীকে নাকি তাঁরা একটু বেশিই ভয় পান। এই জনপ্রিয় অভিনেত্রী নাকি তু’কতা’ক (Occult Practices) বা কিছু বিশেষ আচারানুষ্ঠানে বিশ্বাসী। গোপনে ইন্ডাস্ট্রির অনেকেই বলেন, তিনি যে জল খান সেই বোতল থেকে নাকি কেউ জল খান না। এমনকি, শ্যুটিং ফ্লোরে তাঁর আশেপাশে থাকা নিয়েও নাকি অনেকেই তটস্থ থাকেন।
যদিও এ ধরনের কোনও ঘটনার প্রমাণ নেই, সবটাই ইন্ডাস্ট্রির অন্দরে চলা কানাঘুষো। তবে তাঁর এই অদ্ভুত অভ্যাস ও অতিপ্রাকৃত চর্চা নিয়ে ইদানীং নেটদুনিয়ায় নানা মত ঘোরাফেরা করছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আদৌ কি তিনি এসব বিশ্বাস করেন? নাকি এগুলো নিছকই রটনা? অনুরাগীদের মতে এই অভিনেত্রী আর কেউ নন বরং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya)।
আরও পড়ুনঃ “খুব বাজে লোক! রোমান্টিক সিনে কানে ফুঁ দেয়, দাড়ি দিয়ে ঘষে!” সহ-অভিনেতা মৈনাকের খুনসুটি ফাঁস করলেন স্বপ্নীলা! পর্দার বাইরেও জমাটি রসায়ন তাঁদের!
এক অনুরাগী লিখেছেন “আমি নিজেই ওনাকে দমদম এর তান্ত্রিক বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, ওই জন্যই শ্বেতা কেমন শুকিয়ে গেছে, আর শ্বেতা ভট্টাচার্য তো জ্যোতিষী নিয়েও বেশ মাতামাতি করেন, উনি কা’লা জা’দুও করেন! দমদম এর ওদিকে এসব হয়।” আবার কেউ বলেছেন, “হঠাৎ করে শ্বেতার শারীরিক ও আচরণগত পরিবর্তন থেকে স্পষ্ট যে এসব উনি করেন।”