জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কার কাছে কই মনের কথা হোক বা পুবের ময়না সব চরিত্রই অসামান্য অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী! পার্শ্বচরিত্র নয়, এবার মুখ্য ভূমিকায় স্নেহাকে দেখতে চান দর্শকরা!

ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhaater Hotel) এর ‘লছমী’ হোক, কিংবা ‘পূবের ময়না’র (Puber Moyna) ‘মেঘ’, আপামর বাঙালির ঘরের মেয়ে তিনি, অভিনেত্রী ‘স্নেহা চট্টোপাধ্যায়’ (Sneha Chatterjee)। বর্তমানে বাংলা বিনোদনের এক অন্যতম পরিচিত মুখ তিনি। ধারাবাহিক থেকে ওয়েব সিরিজ, এমনকি বড় পর্দা— প্রতিটি মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি।

‘কার কাছে কই মনের কথা’ (Kar Kachhe Koi Moner Kotha) ধারাবাহিকে বিপাশা চরিত্রে তাঁর আত্মবিশ্বাসী ও প্রতিবাদী রূপ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। চরিত্রটি যেমন স্পষ্টভাষী, তেমনই সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস রাখে, আর এই ভূমিকায় স্নেহার নিখুঁত অভিনয় নজর কেড়েছে বহু দর্শকের। ‘কার কাছে কই মনের কথা’র পর এখন স্নেহা অভিনয় করছেন ‘পুবের ময়না’-তে।

Sneha Chatterjee, Bengali TV actress, comeback, Bengali serials, Nakshi Kantha, Subarnalata, Jolonupur, news reader to actress, Bengali television, small screen return, actress journey, Tollywood actress, স্নেহা চট্টোপাধ্যায়, ছোট পর্দা, বাংলা ধারাবাহিক, অভিনেত্রী, নকশি কাঁথা, সুবর্ণলতা, জলনূপুর, একসময় সংবাদপাঠিকা, টেলিভিশন কামব্যাক, বাংলা সিরিয়াল, টিভি অভিনেত্রী

একজন বিবাহিতা নারী, যিনি পরিবারের বড় মেয়ে হিসেবে দায়িত্বশীল, স্পষ্টবাদী এবং যুক্তিবাদী। চরিত্রটি সাধারণ হলেও স্নেহার অনবদ্য অভিনয় মেঘকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁর সংলাপ বলার ভঙ্গি, চোখের অভিব্যক্তি এবং শরীরী ভাষায় যে আত্মবিশ্বাস ফুটে ওঠে, তা যে কোনও চরিত্রকে করে তোলে বিশ্বাসযোগ্য। দর্শকেরা বহুদিন ধরেই স্নেহাকে পার্শ্বচরিত্রে দেখেই অভ্যস্ত।

কিন্তু সে চরিত্র নেগেটিভ হোক বা পজিটিভ, প্রত্যেকটি ভূমিকাতেই স্নেহা নিজেকে প্রমাণ করেছেন। অভিনেত্রী হিসেবে তাঁর শক্তিশালী উপস্থিতি প্রায়শই মুখ্য চরিত্রদের ছাপিয়ে যায়। বিশেষত নেগেটিভ চরিত্রে তাঁর অভিনয় এতটাই বাস্তবধর্মী হয় যে তা দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। ‘পুবের ময়না’ ধারাবাহিকে স্নেহার এই নতুন ইনিংস আবারও প্রমাণ করেছে, তিনি যে কোনও চরিত্রে সাবলীল।

এই ধারাবাহিকেও তাঁর অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে বলেই, তাঁকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। সমাজ মাধ্যমে অনেকে বলছেন, স্নেহা চ্যাটার্জীর মতো গুণী অভিনেত্রীকে পার্শ্বচরিত্রে নয়, বরং মুখ্য ভূমিকায় দেখতে চান তাঁরা। টেলিভিশনের মূল নায়িকা হিসেবেও তাঁর অভিনয়ের দাপট দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

Piya Chanda