জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

লোকচক্ষুর আড়ালে বিয়ে সারলেন বনি-কৌশানি? উল্টো রথের দিন গোপনে হল মালাবদল! বনি-কৌশানির ভিডিও দেখে হুলুস্থুল সমাজ মাধ্যমে!

গত শনিবার পালিত হলো উল্টো রথযাত্রা। আর সেই পবিত্র মুহূর্তে ইসকনে উপস্থিত ছিলেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি ‘বনি সেনগুপ্ত’ (Bonny Sengupta) এবং ‘কৌশানি মুখোপাধ্যায়’ (Koushani Mukherjee)। ধর্মীয় আবেগ আর সম্পর্কের আন্তরিকতা মিলেমিশে যেন আরও একবার সবার নজর কাড়ল এই জুটি। ইসকনের রথযাত্রায় তাঁদের অংশগ্রহণ এবং সেখানকার কিছু দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সমাজ মাধ্যমে। সঠিকভাবে জানা না গেলেও, প্রশ্ন উঠছে— তবে কি এই রথযাত্রার মাঝেই আচমকা বিয়ে করে ফেললেন বনি-কৌশানি?

প্রসঙ্গত, তাঁদের প্রেমের শুরুটাও কম রূপকথার মতো নয়। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবিতে কাজ করতে গিয়েই একে অপরের প্রতি টান অনুভব করেন বনি ও কৌশানি। প্রথম দেখা রাজের অফিসে, এরপর ওয়ার্কশপ, তারপর শ্যুটিংয়ের মাঝেই তৈরি হয় বন্ধুত্ব—আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় গভীর ভালোবাসায়। একসময় বনি বুঝতে পারেন, কৌশানিকে ছাড়া তাঁর দিন চলে না।

রায়চকে শ্যুটিং চলাকালীন হঠাৎ করেই প্রেমের প্রস্তাব দিয়ে বসেন তিনি। কৌশানি তখন না বলেননি। বরং দু’জনেই খোলাখুলি নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন বহুবার। সমাজ মাধ্যমে একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি হোক বা ইন্ডাস্ট্রির পার্টিতে যুগল উপস্থিতি—বনি-কৌশানির রসায়ন বরাবরই মন জয় করেছে অনুরাগীদের। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রিও ঠিক ততটাই জনপ্রিয়, যতটা অফস্ক্রিন প্রেমের গল্প।

এই বছর তাঁরা পালন করেছেন নিজেদের ভালোবাসার ১০ বছর। তাহলে কাউকে না জানিয়েই বিয়ে সারলেন এবার? আসলে তা একেবারেই নয়। ইসকনের নিয়ম অনুসারে রথযাত্রায় অংশ নেওয়া ভক্তদের গলায় মালা পরানো হয়। সেই ঐতিহ্য মেনেই কৌশানি বনির গলাতেও মালা পরিয়ে দেন। সেই মুহূর্তটি ছিল শ্রদ্ধা, আনন্দ আর আত্মিক সংযোগে ভরা। ধর্মীয় অনুষ্ঠানে এই সুন্দর রীতির মধ্য দিয়ে যেন তাঁদের বহু বছরের সম্পর্কেরও এক অনন্য রূপ ধরা দিল।

আরও পড়ুনঃ রাহুলের মিউজিক ভিডিও চলতেই মেয়ে আয়রার কি প্রতিক্রিয়া? টিভির পর্দায় বাবাকে দেখে দুধের শিশু কার্যকলাপ, নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল!

অনেকে আবার মন্তব্য করছেন, “এরা তো এমনিতেই এক দশকের বেশি সময় ধরে ভালোবাসায়, এবার শুধু মালাবদলের অপেক্ষা!” এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকা, এবং এখনও একে অপরের প্রতি সেই একই শ্রদ্ধা, ভালোবাসা ও নির্ভরতা—এই জুটিকে ঘিরে তাই দর্শকের আগ্রহ কখনওই কমে না। রথযাত্রার এই পরিপূর্ণতায় যেন তাদের সম্পর্কের ছোঁয়াও ছড়িয়ে গেল আরও গভীরভাবে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।