ছোট থেকেই ক্যামেরার সামনে সাবলীল আচার-আচরণে মন কেড়েছে ছোট্ট আয়রা (Aira)। ‘রাহুল মজুমদার’ (Rahul Mazumdar) এবং ‘প্রীতি বিশ্বাস’ (Prity Biswas) এর একমাত্র কন্যা যেন এখনই সমাজ মাধ্যমের প্রিয় মুখ। নেটদুনিয়ায় এখনও এক বছরও হয়নি তাঁর উপস্থিতি, অথচ ইতিমধ্যেই আয়রার ছোটখাটো মুহূর্ত নিয়েও দর্শকের আগ্রহ তুঙ্গে। প্রতিটি পোস্ট, প্রতিটি ভিডিওতে ছড়িয়ে পড়ে মিষ্টি প্রতিক্রিয়া। খুদে তারকার প্রতিটি কার্যকলাপ চোখে চোখে রাখছেন নেটিজেনরা।
সম্প্রতি আয়রার একটি ভিডিও শেয়ার করেছেন মা প্রীতি বিশ্বাস, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, টেলিভিশনের পর্দায় চলছে আয়রার বাবা রাহুল মজুমদারের একটি মিউজিক ভিডিও। আর সেই দৃশ্য দেখে আনন্দে চিৎকার করে উঠেছে আয়রা। খুশিতে হাত-পা ছুঁড়ে, মুখে আওয়াজ তুলে বুঝিয়ে দিচ্ছে, বাবাকে পর্দায় দেখে কতটা উত্তেজিত সে।
এই ভিডিও শেয়ার করে মা প্রীতি বিশ্বাস ক্যাপশনে লিখেছেন, “বাবাকে টিভিতে দেখে কী হল?”—তাঁর একলাইনেই যেন ফুটে উঠেছে গর্ব, আবেগ আর মজার ছোঁয়া। বাবা-ভক্তি যে ছোট থেকেই তার মধ্যে রয়েছে, তা যেন স্পষ্ট আয়রার প্রতিক্রিয়ায়। শিশুসুলভ আবেগে মাখানো সে মুহূর্ত দেখে আপ্লুত হয়ে পড়েছেন দর্শকরাও। টিভিতে বাবার উপস্থিতি দেখে সন্তানের এমন খুশি প্রকাশ সত্যিই হৃদয়স্পর্শী।
ভিডিওর নিচে দর্শকদের মন্তব্য—”আয়রা একদম বাবার কপি”, “এত কিউট রিঅ্যাকশন আগে কখনও দেখিনি”, “মন ভালো করে দিল ছোট্ট মেয়েটা!” — এমনই ভালোবাসায় ভরে গিয়েছে সমাজ মাধ্যম। রাহুলের প্রতি আয়রার এমন উৎসাহী প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে, ছোট থেকেই বাবার প্রতি তার আলাদা টান রয়েছে। আর এই সম্পর্কেই যেন বারবার উঠে আসে এক অদ্ভুত স্নেহের রসায়ন।
আরও পড়ুনঃ প্রসেনজিতের হাত ধরে ছোটপর্দায় চমক, একসঙ্গে ফিরছেন বিশ্বনাথ বসু-ইন্দ্রাশিস রায়! সঙ্গে তুখোড় নায়িকা! কাঁপবে টিআরপি! জমবে এই চ্যানেল
আর এই মুহূর্তগুলোই প্রমাণ করে, তারকারা যতই ব্যস্ত থাকুন, তাঁদের ঘরে জন্ম নেওয়া ছোট্ট প্রাণ কতখানি ভালোবাসা ছড়িয়ে দিতে পারে। আয়রা এখনই হয়তো বুঝে উঠতে পারেনি বাবার জনপ্রিয়তা ঠিক কতটা, তবে তার এই নিষ্পাপ উচ্ছ্বাস প্রমাণ করে দেয়—বাবা মানেই তার হিরো। সমাজ মাধ্যমেও যেন বাবা-মেয়ের এই রসায়ন আরও বেশি করে ধরা দিচ্ছে বারবার।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।