টেলিপাড়ার ‘লক্ষ্মী মেয়ে’ অভিনেত্রী ‘প্রেরণা ভট্টাচার্য’ (Prarona Bhattacharjee), বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকে ‘সাংভি’-র চরিত্রে। ধারাবাহিকের শুরু থেকেই প্রেরণার অভিনয় বিশেষ নজর কেড়েছে দর্শকদের। এদিকে নিত্যদিনের জীবন থেকে শুরু করে পর্দার আড়ালের খুঁটিনাটি বিষয়ও তিনি তুলে ধরেন সমাজ মাধ্যমের পাতায় ভ্লগিং দিয়ে। কিন্তু বাস্তব জীবনে কি সংভির জীবনে কেউ এলো? প্রেম ও বিয়ে নিয়ে কি পরিকল্পনা তাঁর?
সম্প্রতি ধারাবাহিকের সেটেই এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন অভিনেত্রী। জানালেন বাস্তব জীবনে কি চলছে। প্রশ্ন করা হয়, বর্তমানে জগদ্ধাত্রী ছাড়া কি আর কোনও কাজ করছেন? উত্তরে প্রেরণা জানায়, এক্ষুনি কিছু করছেন না। আপাতত জগদ্ধাত্রীতেই অভিনয় করছেন ছোট পর্দায়, তবে ভবিষ্যতে আরও নতুন নতুন কাজের পরিকল্পনা আছে।
জগদ্ধাত্রীতে বেশ কিছুদিন কাজ করছেন, অভিজ্ঞতা কেমন? প্রেরণার কথায়, “স্নেহাশিস দা যেমন গল্প লিখছে, সবাই তেমন অভিনয় করছে। এক কথায় সত্যিই অসাধারন অনুভুতি একটা। গল্পে আর চরিত্রে যদি জোর না থাকতো, তাহলে তিন বছর চলত না ধারাবাহিক।” এরপরে প্রশ্ন আসে, প্রেরণা ভট্টাচার্যকে সবাই পর্দার বাইরেও আজকাল দেখতে পান।
কী প্রতিক্রিয়া পান দর্শকদের কাছ থেকে? উত্তরে অভিনেত্রী বলেন, “ভ্লগিং করে নিজের জীবন যাপন তুলে ধরে নিজেকেও আজকাল অনেকটা আত্মবিশ্বাসী মনে হয়। মা বাবা থেকে শুরু করে দর্শকেরা আমায় নাম দিয়েছে ‘লক্ষ্মী মেয়ে’। জানিনা কতটা লক্ষ্মী, তবে চেষ্টা করি যেটুকু শোভন সেইটুকুই দেখানোরই।” বাস্তবে কি জীবনসঙ্গী খুঁজে পেয়েছে প্রেরণা? বিয়ে নিয়ে কি চিন্তা?
আরও পড়ুনঃ ক্যান্সারে মায়ের মৃত্যুও হারাতে পারেনি তাঁকে! কোটি টাকার স্বপ্ন, ফুটপাথে লড়ছে ১৫ বছরের দেবরাজ! আরিজিৎ-ই অনুপ্রেরণা, সুরের জাদুতে কঠিন বাস্তবতাকে হার মানাচ্ছে সে!
কিছুটা সংযত হয়ে স্পষ্ট ভাষায় অভিনেত্রী বলেন, “যেটুকু দেখানোর বা বলার দরকার সেটুকু আমি ভাগ করেই থাকি, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত স্তরে একটা গোপনীয়তা থাকা প্রয়োজন। আমি যেমন চাইবো না কেউ আমার সবটুকু জানুক, তেমন আমিও চেষ্টা করব না অন্যের ক্ষেত্রে। আর বিয়ে মানেই যে জীবনের ‘সেটেল’ এই ধারণা সমাজকে পাল্টাতে হবে।”
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।