জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাংলা টেলিভিশনে এখন চর্চার কেন্দ্রে ‘আর্য-অপর্ণা’ বনাম ‘কথা-এভি’ জুটি! মিঠাই-সিডের পর সেরা জুটি কে? কার প্রেম কাহিনি আপনাকে ছুঁয়েছে বেশি? কথা-এভি না আর্য-অপর্ণা?

বাংলা টেলিভিশনের (Bengali Television) জগতে ধারাবাহিক নিয়ে প্রতিদিনই চলে চর্চা, প্রতিযোগিতা আর ভক্তদের মধ্যে উত্তেজনা। কোন গল্প সেরা, কোন চরিত্র মনে দাগ কাটছে, তা যেমন আলোচনায় আসে, তেমনই ধারাবাহিকের জুটিগুলিও (Bengali Serial Couples) দর্শকদের মনে বিশেষ স্থান দখল করে নেয়। আর এই কারণেই প্রায়শই সমাজ মাধ্যমে দেখা যায় নতুন নতুন সেরা জুটির তালিকা। কিছু জুটি দর্শকদের হৃদয়ে গেঁথে থাকেন দীর্ঘদিন, আবার কিছু জুটি হঠাৎ করেই আলোচনার শীর্ষে উঠে আসেন।

সম্প্রতি এই তালিকায় বেশ উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছে ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আর্য-অপর্ণা (Arya-Apu) জুটি। জিতু কমল ও দিতিপ্রিয়া রায় অভিনীত এই চরিত্রদুটির মধ্যে অসমবয়সী প্রেমের রসায়ন যেন দর্শকদের এক অন্য স্বাদ দিচ্ছে। বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও তাদের অনস্ক্রিন ঘনিষ্ঠতা, আবেগ আর সংলাপের প্রকাশভঙ্গি দর্শকদের আকৃষ্ট করেছে। সমাজ মাধ্যমে প্রতিনিয়ত তাঁদের নিয়ে তৈরি হচ্ছে ফ্যানমেড কনটেন্ট, চলছে জুটিকে ঘিরে নানা আলোচনা।

তবে এই জায়গায় পৌঁছে আরও একটি জুটি দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছে— ‘এভি এবং কথা’ (Kothagni)। ‘কথা’ (Kothha) ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে তাঁদের সাবলীল অভিনয় আর রোম্যান্টিক দৃশ্য দিয়ে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে। অনেকের মতে, সাহেব-সুস্মিতা জুটির ক্যামিস্ট্রি এতটাই স্বাভাবিক এবং আবেগঘন যে তা বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলছে।

বর্তমানে এই দুই জুটি নিয়েই এখন সমাজ মাধ্যমে চলছে নিরন্তর তুলনা। কেউ বলছেন কথা-এভিই বাংলার ‘নেক্সট মিঠাই-সিড’, আবার কেউ দাবি করছেন, জিতু-দিতিপ্রিয়ার ‘আর্য-অপর্ণা’ জুটিই এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের সবচেয়ে আকর্ষণীয় জুটি, এদের প্রেমকাহিনি অনবদ্য। তবে মতামতের ভিন্নতা থাকলেও একথা অনস্বীকার্য যে এই দুই জুটি এখন বাংলা বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুনঃ দেড় বছর পর পর্দায় ফিরছেন ‘রাঙাবউ’ পাখি? আবেগঘন পোস্টে কী ইঙ্গিত দিলেন অভিনেত্রী শ্রুতি দাস!

আগে যেভাবে মিঠাই-সিদ্ধার্থ, সূর্য-দীপা বা অরণ্য-পাখি মতো জুটি বাংলা ধারাবাহিকের ইতিহাসে নিজের ছাপ রেখে গিয়েছিল, ঠিক তেমনই আজকের দিনে কথা-এভি ও আর্য-অপর্ণা জুটি নিয়ে গড়ে উঠছে দর্শকদের আবেগ, অনুরাগ আর ভালোবাসা। এই দুই জুটির শক্তিশালী উপস্থিতিই বাংলা টেলিভিশনের প্রেমকেন্দ্রিক ধারাবাহিকগুলিকে এক নতুন মাত্রা দিচ্ছে। তবে আপনার মতে কে সেরা? জানাতে ভুলবেন না!

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।