জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নতুন চমক দিলো জি বাংলা! ‘মিঠিঝোরা’ শেষ, এবার কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন ‘স্বার্থক স্যার’?

জি-বাংলার ধারাবাহিকপ্রেমী দর্শকদের জন্য চলতি বছর যেন একের পর এক চমক অপেক্ষা করে আছে। সদ্য শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’। স্বার্থক স্যারের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা মৈনাক ঢোল। এবার তিনি আবার ফিরছেন নতুন এক ধারাবাহিক নিয়ে। তবে এবার চরিত্রে নতুন মোড়, নতুন জুটি, আর সেই সঙ্গে আরও কিছু পরিচিত মুখ।

অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত হতে চলেছে একটি একেবারে নতুন মেগা সিরিয়াল। এটি সম্প্রচারিত হবে জি বাংলার পর্দায়। সূত্রের খবর, ইতিমধ্যেই বোলপুরে নতুন ধারাবাহিকটির প্রোমো শুটিং সম্পন্ন হয়েছে। গল্পের পটভূমি ও নির্মাণে থাকছে নতুনত্ব, থাকছে টলিপাড়ার বেশ কয়েকজন পরিচিত মুখ। দর্শকদের নজর কাড়তে এবার নির্মাতারা এমন কিছু জুটি বেছে নিয়েছেন, যাদের আগে একসঙ্গে পর্দায় দেখা যায়নি।

এই ধারাবাহিকের মূল দুই মুখ হিসেবে থাকছেন অভিনেত্রী নন্দিনী দত্ত ও অভিনেতা সোমরাজ মাইতি। এই প্রথমবার তারা একসঙ্গে জুটি বাঁধছেন পর্দায়। তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সাইনা চট্টোপাধ্যায়। তবে সাইনার বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে ছিল দীর্ঘদিনের জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে, এই চরিত্রে দেখা যাবে ‘স্বার্থক স্যার’খ্যাত মৈনাক ঢোলকে।

অর্থাৎ, এবার একেবারে নতুন রসায়নে পর্দায় জুটি বাঁধতে চলেছেন মৈনাক ঢোল ও সাইনা চট্টোপাধ্যায়। এই নতুন জুটিকে ঘিরে ইতিমধ্যেই টেলিপাড়া ও দর্শকমহলে শুরু হয়েছে উত্তেজনা। ‘মিঠিঝোরা’র পর মৈনাকের এই রূপান্তর ও সাইনার সঙ্গে তাঁর রসায়ন কতটা দর্শকের মন জয় করবে, তা সময়ই বলবে।

সংশ্লিষ্ট প্রোডাকশন সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট মাসের শুরুতেই জি-বাংলার পর্দায় সম্প্রচার শুরু হবে এই নতুন ধারাবাহিকের। চ্যানেলের তরফ থেকে খুব শিগগিরই প্রকাশ পাবে প্রথম প্রোমো। টিআরপি রেটিং তালিকায় জায়গা করে নিতে কতটা সফল হয় এই নতুন জুটি—তা দেখার অপেক্ষায় দর্শকমহল।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।