জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ফেরার রাস্তা বন্ধ, রাজনীতি থেকে শত হাত দূরে আমি!”— সাফ জানালেন কাঞ্চনা মৈত্র! ২১ জুলাইয়ে ছিলেন না, তবু আলোচনায় অভিনেত্রী! অভিনয়েই স্বপ্নপূরণের লড়াই, রাজনীতি থেকে মুখ ফেরালেন কাঞ্চনা!

টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ফের একবার সক্রিয় রাজনীতিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন। ২১ জুলাইয়ের ঐতিহাসিক তৃণমূল (TMC) সমাবেশে অংশগ্রহণ করে তিনি কার্যত ঘরে ফিরলেন। এক সময় দলবদল করে বিজেপিতে (BJP) নাম লেখালেও, রাজনৈতিক জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। বছর কয়েক ধরে এই আসরে উপস্থিত না থাকলেও এবারের মঞ্চে তাঁর প্রত্যাবর্তন ফের একবার আলোচনায় তুলে এনেছে তাঁর রাজনৈতিক অবস্থান।

প্রসঙ্গত, ২০১৯ সালে রূপাঞ্জনা-সহ একাধিক টলিউড তারকা বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন। সেই সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপা ভট্টাচার্যের মতো তারকারাও। তবে বেশিরভাগই দলীয় রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি এবং পরবর্তীকালে পদ্ম শিবির ছেড়ে বেরিয়ে আসেন। রূপাঞ্জনা নিজেও গত ডিসেম্বরেই তৃণমূলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এবং সেই অনুযায়ী জুলাইয়ের সভায় উপস্থিত থেকে তা কার্যত স্পষ্ট করে দেন।

তবে রূপাঞ্জনার এই প্রত্যাবর্তনের পরেই প্রশ্ন উঠেছে ‘কাঞ্চনা মৈত্র’কে (Kanchana Moitra) ঘিরে। কারণ, তিনিও বিজেপি ছেড়েছেন এবং বর্তমানে কোনও রাজনৈতিক দলে নেই। কাঞ্চনার কাছে এই প্রসঙ্গ তোলা হলে তিনি স্পষ্ট জবাব দেন, “আমি তো কখনও বলিনি ২১ এর সভায় থাকব। তেমন ইঙ্গিতও কখনও দিইনি। তাহলে এই প্রশ্ন কেন উঠছে?” তাঁর এই মন্তব্যে তিনি যেমন নিজেকে রাজনৈতিক গুঞ্জন থেকে সরিয়ে রাখার চেষ্টা করলেন, তেমনই সপ্রতিভ ভঙ্গিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন।

রাজনীতি থেকে শত হাত দূরে থাকতেই চান কাঞ্চনা। তাঁর কথায়, “আমি এখন আর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। ভবিষ্যতেও ফেরার কোনও ইচ্ছা নেই। আমি অভিনয়েই মন দিচ্ছি।” তবে এর মাঝেও তিনি নিজেকে নিয়ে ঠাট্টা করতেও ছাড়েননি। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে নিজে না থাকার প্রসঙ্গ টেনে খানিক ব্যঙ্গাত্মক সুরেই বলেন, “সবাই তো সৃজিতের ছবিতে থাকেন, কই কেউ তো আমায় জিজ্ঞেস করে না কেন আমি নেই।”

বর্তমানে অভিনয়ের দুনিয়াতেই ফের পুরোদমে কাজ শুরু করেছেন কাঞ্চনা। তিনি জানাচ্ছেন, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করছেন এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করার ইচ্ছাও রয়েছে। সব মিলিয়ে, রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে রেখে শুধুই ক্যামেরার সামনে নিজেকে আরও সমৃদ্ধ করতে চান এই টলি-তারকা। তাঁর একটাই লক্ষ্য—অভিনয়ের মাধ্যমে নিজের স্বপ্নগুলো পূরণ করে তোলা।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।