সঙ্গীতপ্রেমীদের জন্য ফের এক নতুন উপহার নিয়ে হাজির হচ্ছে জি বাংলা। টেলিভিশনের পর্দায় বহু বছর ধরেই একাধিক সঙ্গীতভিত্তিক রিয়েলিটি শো জনপ্রিয়তা পেয়েছে। এই ধারাবাহিকতাতেই এবার সঙ্গীতকে আরও ভিন্ন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে একটি নতুন অনুষ্ঠান। আগামি আগস্টের মাঝামাঝি সময়েই সম্প্রচার শুরু হতে চলেছে এই বিশেষ শো, যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
জি বাংলার আসন্ন এই রিয়েলিটি শোর নাম ‘সোনার জলসাঘর’। শোটি হবে সম্পূর্ণরূপে সংগীতনির্ভর, তবে আগেকার ধারার থেকে খানিক আলাদা। কারণ এই অনুষ্ঠানে শুধুমাত্র গানের প্রতিযোগিতা নয়, বরং থাকবে একটি বিশেষ জুটি — গান ও বাজনা। অর্থাৎ প্রতিযোগীরা কেবলমাত্র গান নয়, সঙ্গে বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতাও একসঙ্গে তুলে ধরবেন। বাংলার লোকগানের ঐতিহ্য এবং বাদ্যযন্ত্রের সংমিশ্রণেই তৈরি হবে এই নতুন জুটি।
এই রিয়েলিটি শো-র অন্যতম আকর্ষণ হল এর সঞ্চালক। বহু প্রতীক্ষার পর সঞ্চালকের আসনে ফিরছেন জনপ্রিয় গায়ক অনিক ধর। যিনি ছিলেন সা রে গা মা পা বাংলা সিজন ১-এর বিজয়ী, এবং পরবর্তীতে ২০০৭ সালে জিতেছিলেন সা রে গা মা পা হিন্দি সংস্করণেও। অনিকের প্রাণবন্ত উপস্থিতি এবং সংগীতজগতের অভিজ্ঞতা এই শো-কে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন অনুরাগীরা।
শুধু অনিক ধরই নয়, এই রিয়েলিটি শো-তে বিচারকের আসন অলঙ্কৃত করবেন বিশ্ববন্দিত সংগীতশিল্পী পণ্ডিত তন্ময় বোস। যাঁর তবলা ও তালিম সমগ্র দেশ তথা আন্তর্জাতিক মহলেও সমাদৃত। পাশাপাশি প্রতিযোগীদের গাইড করবেন একাধিক মেন্টর, যাঁদের তালিকায় রয়েছেন — জুন ব্যানার্জী, চন্দ্রিকা ভট্টাচার্য, অদিতি মুন্সী, পৌষালী বন্দ্যোপাধ্যায় এবং মেখলা দাশগুপ্ত। অর্থাৎ তরুণ প্রতিভারা পাবেন সঠিক দিশা ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ।
আরও পড়ুনঃ ‘এই চরিত্রে নিজেকে কল্পনাও করিনি’ — নিজের গ্ল্যামারাস রূপ ছেড়ে এবার চাঁদনী সাহা কোন ভয়ংকর ভূমিকায়?
সব মিলিয়ে, জি বাংলার ‘সোনার জলসাঘর’ শোটি সংগীতানুরাগীদের কাছে নিঃসন্দেহে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আগস্ট মাসের মাঝামাঝি থেকে শুরু হবে এই শো-এর সম্প্রচার। তবে নির্দিষ্ট দিন ও সময় এখনও প্রকাশ্যে আনা হয়নি। নতুন কনসেপ্ট, তারকা জুরি প্যানেল, দক্ষ সঞ্চালক ও প্রতিযোগিতার অভিনব ফর্ম্যাট — সব মিলিয়ে জি বাংলার এই নতুন রিয়েলিটি শো যে টিআরপি-র তালিকায় শীর্ষে উঠে আসবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, গান-বাজনার জুটি কতটা সাড়া ফেলতে পারে দর্শকদের মনে।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।