জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মা না থাকলে শুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে আসতাম!” “জীবনসঙ্গী হবে বন্ধুর মতো, বয়সের পার্থক্য মানি না!”— সম্পর্কের গুঞ্জনে চুপ না থেকে এবার জবাব দিলেন দিতিপ্রিয়া! বিতর্কের মাঝে দিতিপ্রিয়া জানালেন নিজের মানসিক অবস্থার কথা! জীতুর পোস্টেই কি অস্বস্তি? মুখ খুললেন অভিনেত্রী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) সম্প্রতি উঠে এসেছে নতুন আলোচনায়। ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকা অভিনেতা ‘জীতু কামাল’ (Jeetu Kamal) এবং অভিনেত্রী ‘দিতিপ্রিয়া রায়’ (Ditipriya Roy) এর মধ্যে গুঞ্জন ছড়িয়েছে সমাজ মাধ্যমে পোস্ট ঘিরে। একটি ছবি পোস্ট করেছিলেন জীতু, যেখানে দিতিপ্রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি, হাতে লাল গোলাপ। ক্যাপশনে লেখা ছিল, “প্রেমের কোনও মরসুম হয় না, প্রেমের শুধু ছবি হয়।”

যদিও জীতুর কথায় এটি প্রচারের অংশ, তবুও পোস্টটি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। সূত্র বলছে, শুটিং ফ্লোরে এই পোস্ট নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। এমনকি দিতিপ্রিয়ার মা-ও এই পোস্ট নিয়ে নাখোশ বলে জানা যাচ্ছে। গুঞ্জন আরও বলছে, দিতিপ্রিয়াও এই পরিস্থিতিতে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। ফলে, আগের মতো দুই সহ-অভিনেতার মধ্যে স্বাভাবিক সম্পর্ক আর নেই। শোনা যাচ্ছে, শুটিং ফাঁকে কেউই কারও সঙ্গে বিশেষ কথা বলছেন না। জীতু এখন একা একা সময় কাটাচ্ছেন, দিতিপ্রিয়ার পাশে থাকছেন কেবল তাঁর মা।

Jeetu Kamal, Ditipriya Roy, Chirodini Tumi Je Amar, onscreen couple, offscreen photo, social media criticism, troll, Bengali Television, Zee Bangla, Bengali Serial, Actor's Decision, Tollywood, জিতু কামাল, দিতিপ্রিয়া রায়, চিরদিনই তুমি যে আমার, অনস্ক্রিন জুটি, অফস্ক্রিন ছবি, সমাজ মাধ্যমে কটাক্ষ, সমালোচনা, বাংলা টেলিভিশন, জি বাংলা, বাংলা ধারাবাহিক, অভিনেতার সিদ্ধান্ত, টলিউড

এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা জীতু কমলও। তিনি জানান, ধারাবাহিকের প্রচারের স্বার্থেই এই পোস্টটি করা হয়েছিল প্রযোজকের অনুরোধে। কারোর ভাবমূর্তিকে খাটো করা বা ইঙ্গিত দেওয়ার কোনও উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, “এই পোস্টের পেছনে কেবল কাজের দায়িত্ব ছিল, ব্যক্তিগত কিছু নয়।” অন্যদিকে, এতদিন চুপ থাকলেও এবার প্রথমবারের মতো প্রকাশ্যে এল দিতিপ্রিয়ার প্রতিক্রিয়া। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া বলেন, “মা যদি আমার সঙ্গে না থাকতো, আমি কখন শুটিং ফ্লোর ছেড়ে বাড়ি চলে যেতাম!

রোজ আসি, চরিত্রের মতো করে সেজে কাজ করি, চেনা মানুষগুলোর সাথে একটু কথাবার্তা বলি এবং তারপর শুটিং ফ্লোর ছাড়তেই সবটা ভুলে আবার নিজের জগতে চলে যাই।” এই মন্তব্য থেকেই স্পষ্ট, সাম্প্রতিক ঘটনাগুলি তাঁর মনে গভীর প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, “সমাজ মাধ্যম আমাকে অতটা আকৃষ্ট কোনদিনও করতে পারেনি। আমি তাই সামাজিক মাধ্যম থেকে অনেক দূরেই থাকতে পছন্দ করি। কে কমেন্ট করল, কি নিয়ে সমালোচনা হল, এইসব নিয়ে খুব একটা মাথা ঘামাই না। পর্দায় আর্য-অপর্ণার জুটি যেমন প্রশংসিত হচ্ছে সত্যিই ভালো লাগছে।

দর্শক হিসেবে দিতিপ্রিয়া এই বয়সে পার্থক্যকে খুব একটা ভালো চোখে দেখে না! আমার কাছে জীবনসঙ্গী হবে বন্ধুর মতো, যার সঙ্গে মনের দুটো কথা বলে শান্তি পাওয়া যায়।” এই বক্তব্যে দিতিপ্রিয়া খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে কাজ তাঁর জন্য কতটা পেশাদার বিষয় এবং ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কতটা সংবেদনশীল। এই বিতর্কের মধ্যেও তিনি নিজের কাজের প্রতি নিষ্ঠা বজায় রেখেছেন, তবে শুটিং ফ্লোরে যে অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে, তা আর অস্বীকার করার উপায় নেই।

Piya Chanda