জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“তিনটে পরিচয় নিয়ে বহুদিন কাটিয়েছি…” — তবে কি অভিনয় ছেড়ে সম্পূর্ণ নতুন পথে পা বাড়াচ্ছেন সন্দীপ্তা সেন?

ছোটপর্দার পরিচিত মুখ সন্দীপ্তা সেন। বহু জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় মন কেড়েছে দর্শকদের। কখনও শক্তিশালী নারী চরিত্র, কখনও আবেগঘন প্রেমিকা—সব ভূমিকাতেই সাবলীল তিনি। তবে পর্দার বাইরেও তাঁর একটি ভিন্ন জগত রয়েছে, যা অনেকেরই অজানা। অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রশিক্ষিত মনোবিদ—এই তিন পরিচয় বহন করে চলেছেন তিনি সমান দক্ষতায়। কিন্তু এত কিছুর পরেও যেন কোথায় একটু অতৃপ্তি থেকে যাচ্ছিল, আর সেই জায়গা থেকেই এবার নতুন এক সফরের দিকে পা বাড়াচ্ছেন সন্দীপ্তা।

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, এতদিন অভিনয়, নাচ এবং থেরাপি এই তিনটি ক্ষেত্রেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন, কিন্তু এবার তাঁর লক্ষ্য একটু ভিন্ন। তিনি বলেন, “এই তিনটে পরিচয় নিয়ে বহুদিন কাটিয়ে ফেলেছি। এবার নিজেকে একটু অন্যভাবে দেখতে চাই।” ঠিক কী সেই নতুন পরিচয়? সেটি নিয়েই ধীরে ধীরে জল্পনা বাড়ছে তাঁর অনুরাগীদের মধ্যে। অভিনেত্রী নিজেই জানান, সমাজের জন্য কিছু করার ইচ্ছা অনেকদিনের, এবার সেটাই বাস্তবায়নের দিকেই এগোতে চান তিনি।

সাক্ষাৎকারে সন্দীপ্তা বলেন, “মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষ এখনও সচেতন নয়। আমার এই প্রফেশন নিয়েও অনেকে মজা করে, ‘পাগলের ডাক্তার’ বলে ডাকে।” তিনি জানান, অভিনয়ের পাশাপাশি যখনই সুযোগ পান, থেরাপির সেশন চালিয়ে যান। তাঁর মতে, সমাজে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনেক বেশি, আর সেই বিষয়ে মানুষকে সচেতন করতেই তিনি আরও বেশি করে এগোতে চান।

সন্দীপ্তা স্পষ্টভাবে বলেন, শুধুই অভিনেত্রী হয়ে থাকতে চান না। বরং সমাজের এক প্রয়োজনীয় স্তরে নিজেকে যুক্ত করতে চান। বিশেষত, নারীদের মানসিক স্বাস্থ্য ও স্বনির্ভরতা নিয়ে কাজ করার ইচ্ছা তাঁর অনেকদিনের। তিনি চাইছেন এমন কোনও প্রকল্পের অংশ হতে, যেখানে বাস্তব জীবনের মানুষের সঙ্গেও সংযোগ থাকবে, শুধুমাত্র স্ক্রিপ্ট নয়।

যেখানে অধিকাংশ তারকা শুধুই ক্যামেরা ও গ্ল্যামারের জগতে সীমাবদ্ধ থাকেন, সেখানে সন্দীপ্তা নিজেকে সেই গণ্ডির বাইরে নিয়ে যেতে চান। তাঁর এই ভাবনা প্রমাণ করে, তিনি কেবল একজন ‘স্টার’ নন, বরং এক মানবিক সত্তা, যিনি নিজের আলো অন্যদের জীবনে ছড়িয়ে দিতে চান। কবে, কোথায়, কীভাবে এই নতুন ইনিংস শুরু করবেন তা এখনো জানানো না হলেও, সন্দীপ্তার এই মনোভাব অনেককেই অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।