টলিউডে দীর্ঘদিন প্রতীক্ষিত কিছু মুহূর্ত এমনভাবে ঘটে, যা দর্শক এবং ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেককে দুঃশ্চিন্তা মুছে রেখে আনন্দে মাতিয়ে তোলে। এরকমই এক চমকপ্রদ ঘটনা ঘটল সাম্প্রতিক মুক্তি শুরুর আগেই—জানা গেল একদিনেই বাংলা সিনেমায় ৩১.৪১ হাজার টিকেট বিক্রি! দর্শকপ্রিয় দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ শোবুকিং নিয়েই এমনভাবে ছড়িয়ে পড়ল, নির্ঘণ্ট ছাড়িয়ে গেল—যা ছিল এক বিরল এবং চমকপ্রদ ঘটনা।
ধূমকেতুর শো বুকিং শুরু হল ঘোষণা থেকেই। দীর্ঘ প্রায় দশ বছর অপেক্ষার অবসান ঘটল, এবং এমন প্রত্যাশা জন্মে যে অগ্রিম টিকিট বিক্রি একেবারে আকস্মিক হারে বেড়ে গেল। হিন্দুস্থান টাইমস-এর এক সংবাদ অনুযায়ী, ছবির অগ্রিম বুকিংয়ে বাংলা সিনেমা হিসেবেও নতুন ইতিহাস গড়া শুরু—যেখানে শো বাড়াতে হল, এমনকি ভোর ৭টাতেও শো রাখা হচ্ছে, আর সেই শো প্রথমদিনেই হাউজফুল হয়ে গেল ।
‘ধূমকেতু’ ১৪ আগস্ট ২০২৫-এ মুক্তি পেয়েছে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায়, দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মুখ্য ভূমিকায় । ছবিটির বাজেট প্রায় ৪ কোটি টাকা । ছবিটি মূলত একটি চা-বাগানের ম্যানেজার ভানুর গল্প, যিনি উত্তর সিকিমে চাকরি হারিয়ে পরিবারের দায়ভার নিয়ে টিকে থাকার সংগ্রাম করেন ।
একদিনে ৩১.৪১ হাজার টিকিট বিক্রি হওয়া সত্যিই বিরল, এবং এটি কেবল একটি সংখ্যা নয়—ইন্ডাস্ট্রির পক্ষেও এটি একটি বড় বার্তা, দেখিয়ে দেয়, কনটেন্ট, তারকা ও প্রচার প্রয়োজনে একত্রে কাজ করলে বাংলা ছবিও বড় পযর্ন্ত যেতে পারে। ট্রেড সূত্র বলছে—‘ধূমকেতু’ ইতোমধ্যে ‘War 2’ ও ‘Coolie’-য়ের মতো বাংলা ও হিন্দি ব্লকবাস্টারদের সঙ্গে অ্যাডভান্স বুকিং-এ প্রতিযোগিতা করছে, এবং পশ্চিমবঙ্গে আটকে ২১ হাজারেরও বেশি টিকিট বিক্রি করে ফেলেছে । এই বিশাল সাড়া দেখেই বোঝা যায়—প্রেক্ষাগৃহে বাংলা দর্শকের উৎসাহ ভীষণ তীব্র।
আরও পড়ুনঃ “তিলে তিলে নিজের জায়গা বানিয়েছি, অনেক দিন খাইনি”—বিলাসবহুল জীবনের অভিযোগে জবাব দিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা!
এই সমস্ত সাফল্য শুধু রেকর্ড হিসেবেই নয়, এটি টলিউডের সম্ভাবনার প্রতিফলন। দেব-শুভশ্রী জুটির রিয়েল-লাইফ বিচ্ছেদের পরে বড়পর্দায় তাদের একসঙ্গে দেখা নিয়ে এতদিন ফ্যান-দের আকাঙ্ক্ষা ছিল, আর ‘ধূমকেতু’ সেই আকাঙ্ক্ষাকে পূরণ করল এবং টিকিট বিক্রিতে মাইলফলক স্পর্শ করল। এখন দর্শকদের অপেক্ষা পুজোর মুক্তির পরিস্থিতে—দিন দিন কত হাউজফুল শো হয়, ছবিটি কতদূর এগোতে পারে—যে কোনও সিনেমার পক্ষেই সেই মাইল ফলক ধরে রাখা কঠিন। তবে এক কথা নিশ্চিত—“দেব-শুভশ্রী জুটিকে বড় পর্দায় বারংবার দেখতে চাওয়া অনুভূতি ভুল ছিল না,” সেটি ‘ধূমকেতু’-র এই রেকর্ড-ব্রেকিং শুরু থেকেই স্পষ্ট।