জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বড্ড একঘেয়ে ঘ্যানঘ্যানে, প্যানপ্যানে অভিনয়! দর্শকদের অভিযোগ উজির চরিত্রে রয়ে গেছে মিঠিঝোরার রাইপূর্ণা’র ছাপ! তাঁর জন্যই কি কমছে ধারাবাহিকের জনপ্রিয়তা? কী মত আপনাদের?

বাংলা টেলিভিশনের পর্দায় আজ যেসব অভিনেত্রীর নাম বারবার চর্চায় উঠে আসে তাঁদের অন্যতম হলেন ‘আরাত্রিকা মাইতি’ (Aratrika Maity)। বয়সে তরুণী হলেও, অল্প সময়েই নিজের প্রতিভা দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকমনের খুব কাছেই। জি বাংলার ‘খেলনা বাড়ি’ আর ‘মিঠিঝোরা’-র পর এখন জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-তে (Jowar Bhanta) উজির চরিত্রে তাঁকে দেখে মুগ্ধ হচ্ছেন দর্শকরা। একের পর এক হিট মেগাতে কাজ করে ফেলেছেন কুড়ির গণ্ডি না পেরোতেই!

এমন সাফল্য সত্যিই খুব কম অভিনেত্রীর ভাগ্যে জোটে। ছোটপর্দা পেরিয়ে বড়পর্দাতেও পা রেখেছেন অভিনেত্রী। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে দিব্যজ্যোতি দত্তের বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে তাঁকে। একদিকে যেখানে ধারাবাহিকে নিজের অভিনয়ে সবাইকে মুগ্ধ করেছেন, অন্যদিকে বড়পর্দায় তাঁর এই ডেবিউ নিয়ে উত্তেজনা তুঙ্গে। এদিকে জি বাংলায় বহুদিন আগে ‘রাঙা বউ’ ধারাবাহিকের পর আবার এই নতুন ধারাবাহিকে ফিরেছেন শ্রুতি দাস। তার অভিনয় ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দ হয়েছে।

অন্যদিকে আরাত্রিকার মধ্যে এখনও ‘মিঠিঝোরা’র রাইপূর্ণাকে খুঁজে পাচ্ছেন অনেকে! সমাজ মাধ্যমেও বরাবরই খুব সক্রিয় আরাত্রিকা। তাঁর অনুরাগীরা যেমন প্রশংসায় ভরিয়ে দেন, তেমনই মাঝে মাঝে কটাক্ষের মুখেও পড়তে হয় তাঁকে। সম্প্রতি নিজের চরিত্রের ‘জোয়ার ভাঁটা’-র লুকের কিছু ছবি ভাগ করেছিলেন অভিনেত্রী। তাতেই অনেক নেটিজেন মন্তব্য করেন, “সবকিছুতে ন্যাকামিগুলো একটু কমাও, তোমার জন্য সব ভেস্তে যায়!” এমন কটূ মন্তব্য শুনে চুপ না থেকে আরাত্রিকাও পালটা উত্তর দিয়েছেন।

তিনি বলেন,”আপনি নাম পালটে অন্যের পরিচয়ে থাকুন তো! প্র্যাক্টিক্যালি ভাবতে শিখুন এবার।” তাঁর জবাবে ভক্তরা প্রশংসার বন্যা বইয়ে দেন, কেউ লেখেন— “তুমি, শ্রুতি আর অভিষেক দা জাস্ট ফাটিয়ে দিচ্ছো কিন্তু!” প্রসঙ্গত, ‘জোয়ার ভাঁটা’-র গল্প এখন এমন জায়গায় পৌঁছেছে– যেখানে রহস্য, প্রতিশোধ আর সম্পর্কের টানাপোড়েন একসঙ্গে চলছে। নিশা (শ্রুতি দাস) আর উজি (আরাত্রিকা)-র সম্পর্কের রসায়ন দর্শকদের মধ্যে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। বিয়ে, প্রতিশোধ আর পরিচয় গোপনের জটিলতার মধ্যেই এগোচ্ছে কাহিনি।

সর্বশেষ প্রোমোতে দেখা গেছে, নিশার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ঋষি (অভিষেক)-এর সঙ্গে উজির বিয়েটাই হয়ে যায়। এরপর গল্প কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দর্শকদের কৌতূহলের কেন্দ্র। অভিনয়ে যেমন মন জয় করেছেন, তেমনই সহকর্মীদের সঙ্গে তাঁর অফস্ক্রিন সম্পর্কও নজর কেড়েছে ভক্তদের। শ্রুতি দাসের সঙ্গে তাঁর বন্ধুত্ব আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। টিআরপি তালিকাতেও তার প্রভাব স্পষ্ট। দর্শকরা জন্য প্রশ্ন, সত্যিই কি আরাত্রিকার আগের চরিত্র আর নতুন চরিত্রের মধ্যে কোন তফাৎ চোখে পড়ছে না আপনাদের? নিশা না উজি, কার জন্য ‘জোয়ার ভাঁটা’ দেখেন আপনি?

Piya Chanda

                 

You cannot copy content of this page