জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গ্ল্যামারের মুখোশের আড়ালে দ্বৈত জীবন! ‘এস*কর্ট’ কেলেঙ্কারিতে নাম জড়াল জনপ্রিয় অভিনেত্রীর! প্রেমিকের সঙ্গে মিলে গোপন ব্যবসার পর্দা ফাঁস হতেই হইচই বিনোদন জগতে!

টলিউড হোক বা বলিউড—গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে অনেক অজানা কাহিনি। এমনই এক অভিনেত্রীর জীবন নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এখন বিনোদন দুনিয়ায়। বাইরে থেকে যাঁকে দেখা যায় সফল, প্রেমে নিবেদিত, সুখী এক নারীর রূপে—আসলে তাঁর জীবনে চলছে একেবারে উল্টো খেলা! এক গোয়েন্দার দাবি, এই অভিনেত্রী প্রেমিকের সঙ্গে জোট বেঁধে এমন এক ব্যবসা চালাচ্ছেন, যা শুনলে চমকে উঠবেন অনেকেই।

তান্যা পুরি নামে এক বেসরকারি গোয়েন্দা জানিয়েছেন, অভিনেত্রীটি আসলে ‘এসকর্ট’ পরিষেবার সঙ্গে যুক্ত। অর্থাৎ, বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়ে নানা মানুষের সঙ্গে দেখা করেন, সময় কাটান এবং তার বিনিময়ে মোটা টাকার পারিশ্রমিক নেন। এই অভিনেত্রীর প্রকাশ্য জীবনে তিনি এক বলিউড তারকার প্রেমিকা হিসেবে পরিচিত হলেও, গোপনে তাঁর অন্যরকম এক জীবন চলছিল।

তান্যার দাবি, অভিনেত্রীটি এক সময় কাজ পাচ্ছিলেন না। কিন্তু বিলাসবহুল জীবনযাপন ছাড়তে পারেননি। তখনই নাকি শুরু হয় এই গোপন ব্যবসা। প্রেমিকের অজান্তে নয়—বরং তাঁর জ্ঞাতসারে এই কাজ চলছিল। এমনকি, প্রেমিকই প্রথম সন্দেহ করে তান্যার কাছে সাহায্য চান, কারণ তাঁর মনে হয়েছিল অভিনেত্রী তাঁকে ঠকাচ্ছেন।

গোয়েন্দা তান্যা এরপর অভিনেত্রীর জীবনে নজরদারি শুরু করেন। তখনই উঠে আসে একাধিক তথ্য। দেখা যায়, বিভিন্ন দেশ-বিদেশে যাতায়াত করেন অভিনেত্রী, নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। সবটাই অর্থের বিনিময়ে। কিন্তু এই সব জানার পরেও প্রেমিক সম্পর্ক ভাঙেননি। বরং দু’জনে নাকি নিজেদের মধ্যে এক চুক্তিতে পৌঁছন—অভিনেত্রী তাঁর ‘এসকর্ট’ কাজ চালিয়ে যাবেন, কারণ সেই অর্থে তাঁদের বিলাসী জীবন টিকে আছে।

এই গোটা ঘটনায় সবচেয়ে বড় চমক—এই অভিনেত্রী বলিউডের এক পরিচিত মুখ! পর্দায় যাঁকে দেখা যায় নির্ভেজাল চরিত্রে, বাস্তবে তাঁর জীবনের কাহিনি যেন এক রহস্যের জাল। তান্যা পুরি অবশ্য নাম প্রকাশ করেননি, তবে তাঁর বক্তব্যে ইতিমধ্যেই আলোড়ন ছড়িয়েছে শিল্পী মহলে। এখন সবার মুখে একটাই প্রশ্ন—কে সেই গ্ল্যামার জগতের মুখোশের আড়ালের নারী?

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।