জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ঋজুর পর এবার শন! ‘ঠগ’, ‘বিশ্বাসঘাতক, একজনের ৮ বছরের সম্পর্ক ভেঙেছেন আপনি’! ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষে’র ঝড়, অবশেষে মুখ খুললেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ট্রোলিং বা কটাক্ষের শিকার হন তারকারা। কেউ এসব উপেক্ষা করেন, কেউ আবার প্রতিবাদে সরব হন। এবার সেই পথেই হাঁটলেন জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। নেটমাধ্যমে তাঁকে উদ্দেশ্য করে ছোড়া হচ্ছে একের পর এক কুরুচিকর মন্তব্য— কেউ বলছেন ‘ঠগ’, কেউ বলছেন ‘বিশ্বাসঘাতক’। দীর্ঘদিন চুপ থাকলেও শেষমেশ সহ্য করতে না পেরে ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করলেন শন।

কিছু দিন আগে বারাণসী ও বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। সেখান থেকে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। অনুরাগীদের একাংশ সেই ছবিগুলিতে প্রশংসার বন্যা বইয়ে দেন। তবে অন্যদিকে, কিছু মানুষ মন্তব্য করেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। সেই কটাক্ষের তিরই আজ তাড়া করছে শনকে।

এক নেটিজেনের মন্তব্যে লেখা ছিল, “আপনার জন্য এক মডেল তাঁর আট বছরের সম্পর্ক ভেঙেছেন। একত্রবাসে থাকতেন তাঁরা। আপনি সব জেনে ওই সম্পর্কে কীভাবে জড়ালেন? কর্মফল সবারই হয়।” এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েন শন। কোনও নাম না করেই নিজের ফেসবুক পোস্টে স্পষ্ট বার্তা দেন সমালোচকদের উদ্দেশে।

শন লেখেন, “অতিরিক্ত ভাল হওয়াও ঠিক নয়, আজ সেটা বুঝলাম। আমি কখনও কাউকে কষ্ট দিতে চাইনি, খারাপ ব্যবহারও করিনি। কিন্তু মানুষ এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে কেউ আর কারও সীমা বোঝে না।” তাঁর এই লেখাতেই স্পষ্ট, মিথ্যে অভিযোগ ও অনবরত কটাক্ষে বিরক্ত হয়ে পড়েছেন অভিনেতা।

তবে রাগের মাঝেও তিনি অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। নিজের পোস্টে লেখেন, “আমার ভক্তরাই আমার শক্তি। আপনারা পাশে থাকলে সব সহ্য করতে পারব।” অভিনেতার এই প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, কেউ তাঁর পাশে দাঁড়িয়েছেন, কেউ আবার নতুন করে সমালোচনা শুরু করেছেন।

Piya Chanda