জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’র (Jowar Bhanta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, ঋষির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। অন্যদিকে উজি, নিশাকে পরিষ্কার জানিয়ে দেয় যে ঋষির গায়ে ছোঁয়ানো হলুদ সে নিজের গায়ে লাগাবে না। উজির কথায়, যেহেতু ডিসির সঙ্গে তার বিয়েটা মিথ্যে হচ্ছে, তাই রীতিনীতি অপমান সে করতে পারবে না।
নিশা তার বোনকে বোঝাতে থাকে, সিনেমা সিরিয়ালেও নকল বিয়ে হয়। কিন্তু উজি বলে সেটা বাস্তব, আর বাস্তবে গায়ে হলুদ হয়ে যাওয়া মানে অর্ধেক বিয়ে শেষ। উজিকে এত উদ্বিগ্ন দেখে নিশা বলে ঋষির বাড়ি থেকে আসা হলুদ সে পাল্টে দেবে। কিন্তু ঋষির কাকি, দিদি আর বোনেরা হলুদ নিয়ে এসে একেবারেই স্ত্রী আচার সেরে যায়। বাধ্য হয়ে উজিকে সেই হলুদ মাখতে হয়।
ওদিকে দুপুর হতেই নিশা বাইরে অপেক্ষা করছে সমস্ত প্ল্যান ঠিক আছে কিনা জানার। ভানু এসে জানায়, ঋষির দিদি পুলিশের ব্যবস্থা করেছে গয়না নিয়ে যাওয়ার জন্য তাই ডাকা’তি করা সম্ভব হবে না। নিশা সিদ্ধান্ত নেয়, গয়নার গোডাউনে গিয়েই ডা’কাতি করবে। ভানু অনেক করে আটকানোর চেষ্টা করে, কিন্তু নিশা শোনে না। সে উজির সঙ্গে দেখা করে, তাঁকে আশ্বাস দিয়ে বেরিয়ে পড়ে।
উজি জানিয়ে দেয়, নিশা না আসা পর্যন্ত সে বিয়ের পিঁড়িতে বসবে না। এদিকে নিশা বোনের খেয়াল রাখার জন্য ভানুকে রেখে যায়। টাকা দিয়ে ভাড়া করা বাবা ঠিক সময় মত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, ভানু তাকে বাধা দিয়ে বলে যতক্ষণ না নিশা আসছে, উজির কন্যাদানের সময় পর্যন্ত তাকে উপস্থিত থাকতে হবে।
আরও পড়ুনঃ “দীপিকার অনেক আগে মা হয়েছি, তবু কাজ থেকে বাদ পড়িনি!” “কাজের সময়সূচী আমিই ঠিক করি, সবাই আমার শর্ত মেনেই চলেন!”— শুভশ্রীর তির্যক মন্তব্যে তুঙ্গে বিতর্ক! টলিউড কি সত্যিই বলিউডের চেয়ে বেশি মানবিক? নাকি শুভশ্রীর মন্তব্য কেবল কূটনৈতিক ‘খোঁচা’?
নিশা তার লোকজনদের নিয়ে নিরাপত্তারক্ষীর ছদ্মবেশে গয়নার গোডাউনে ঢুকে, মিথ্যে বন্দুক তাক করে সব গয়না লুট করে নেয়। ঋষির দিদি অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়, আর ওদিকে ঋষির বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। ঋষি বিয়ের পিঁড়িতেও বসে গেছে। পুরোহিত বিয়ের কনেকে ডাকতেই, সবাই মিলে উজিকে আনতে যায়। পিঁড়িতে বসেও, উজি প্রচণ্ড ভয়ে রয়েছে তার দিদির জন্য।
