জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’র (Jowar Bhanta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, এক এক করে বিয়ের সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে আর উজি উদ্বিগ্ন হয়ে পড়ছে নিশার জন্য। সে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হয়ে দিদি নিশা ফিরে আসুক না হয়ে এমন কিছু হোক যাতে বিয়েটা বন্ধ হয়ে যায়।
উজি ভনুকে জানতে চায় নিশার বিষয়ে কিছু জানে কি না সে। ভানু বলে ওদিকে নিশা গয়না চুরি করে পালিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে। উজির ভয় হয় যে, বিয়ে শেষ হওয়ার আগে দিদি আসতে পারবে না। তাই সে ভানুকে বলে একটু অন্ধকার করার ব্যবস্থা করলে সে পালিয়ে যাবে। ভানু আশ্বাস দেয় যে সেরম কিছু করতে হবে না।

কারণ শরবতের সঙ্গে সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হচ্ছে। সবাই ঘুমিয়ে পড়লেই তারা পালাবে। এদিকে ঋষির কাকি এখনও জ্যোতি অর্থাৎ উজির দিদি বিভাকে কেন দেখা যা যাচ্ছে না, এই নিয়ে সন্দেহ করতে থাকে। তারপর সে জানতে পারে গয়নার গোডাউনে ডাকাতি হয়েছে। সবাইকে সে এই খবর জানিয়ে দেয়।
ওদিকে পুলিশের গাড়ির তাড়ায় নিশা নিয়ন্ত্রণ হারিয়ে গয়নার গাড়ি সমেত ব্রিজ থেকে জলে পড়ে যায়। গাড়ি উদ্ধার হলেও, চালক আর গয়না পায় না পুলিশ। এদিকে বাড়ির বড়রা দুশ্চিন্তায় পড়ে যায়, ১২ কোটি টাকার গয়না সম্বন্ধে বাড়ির তেমন কেউ জানতো না কয়েকজন ছাড়া। তাহলে কিভাবে ডাকাতদের কাছে খবরটা গেল?
আরও পড়ুনঃ বিচ্ছেদের দুঃখ কাটিয়ে নতুন জীবনে পা বাড়াচ্ছেন দেবলীনা! তথাগতকে ভুলে নতুন প্রেমের গুঞ্জন! সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা স্বীকারোক্তি অভিনেত্রীর!
এদিকে পুরোহিত জানায় সাত পাকে ঘোরার পর খই দান হবে তারপর সিঁদুরদান, এই শুনে উজি সব ধৈর্য হারিয়ে ফেলে। সে ভাবতে থাকে তার দিদি তার সঙ্গে প্রতারণা করেছে। তাই নিজেকে এই মিথ্যে বিয়ে দিয়ে বাঁচাতে শরীর খারাপের কৌশল অবলম্বন করে সে। বাধ্য হয়ে মণ্ডপ থেকে ঘরে নিয়ে যাওয়া হয় তাকে। বাথরুমের জানলা দিয়ে পালাবে ঠিক করে উজি।
