জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, ঋষির জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছে তার মা। জ্যোতির হাত ধরে তিনি অনুরোধ করেন যেন, ছেলেকে সে ফিরিয়ে এনে দেয়। জ্যোতিও কথা দেয় যে ঋষিকে যেভাবেই হোক বাড়ি ফিরিয়ে আনবেই। ঋষির মা চলে যেতেই, শঙ্খ বলে যে মিথ্যে প্রতিশ্রুতি না দিলেই ভালো করত জ্যোতি।
জ্যোতি কারণ জানতে চাইলে, শঙ্খ বলে যে আগের বার অনেক টাকা দিয়ে বিষয়টা ধামাচাপা দিয়ে দিলেও, এবার প্রমাণ স্বরূপ ওই ভিডিওটি ঋষির বিপক্ষে দাঁড়াচ্ছে। তবুও জ্যোতি আশাবাদী যে ঋষি নির্দোষ আর ঠিক সেটা প্রমাণিত হবে। কোর্টেও ঋষির সঙ্গে দেখা করে জ্যোতি ভরসা দেয় যে কিচ্ছু হবে না, সত্যিটা ঠিক বেরিয়ে আসবে। ওদিকে ঋষির মা, ছেলের পছন্দের রান্না করে যাচ্ছেন।

কেউ বোঝাতেই পারছে না যে ঋষি যে আজকেই ছাড়া পাবে এমনটা নয়। তিনি জ্যোতিকে এতটাই ভরসা করেন যে, জ্যোতি বলেছে মনে ঠিক তাঁর ছেলে ফিরবে এটা তিনি নিশ্চিত। এদিকে আবার জ্যোতি মনে উজির দিদি নিশা খুব উৎফুল্লতা নিয়ে আদালতের হাজির হয়। উজি তাকে দেখে একটু অবাক হলেও, নিশা জানায় যে নিজের চোখে দাদার অপরাধীর শাস্তি দেখতে এসেছে সে।
নিশা বলে যে, এই আদালতে যদি ঋষি নির্দোষ প্রমাণিত হয়, তবে সে সর্বোচ্চ আদালতে আবার মামলা করবে ঋষির নামে! যেভাবেই হোক, শেষ করে দেবে ঋষিকে আর দরকার হলে নিজের ছদ্মবেশে ভুলে আসল পরিচয় সামনেও আনবে! এই কথা কিছুটা লুকিয়ে শুনে নেয় শঙ্খ। এরপর আদালতে শুনানি শুরু হয়। সরকারপক্ষের উকিল যুক্তি দিতে থাকে ঋষির বিপক্ষে।
আরও পড়ুনঃ ‘গল্পের গরু গাছে ওঠে, তাই বলে এমন!’ ‘নিশাকে বাঁচাতে পুলিশকে কাঠের পুতুল বানানো হচ্ছে!’ ‘গল্পের লেখক কি জানেন না ভোটার লিস্ট কী?’ জি বাংলার ‘জোয়ার ভাঁটা’য় নিশাকে বাঁচাতে, যুক্তিহীন চিত্রনাট্যে ক্ষোভ উগরে দিলেন দর্শকরা!
এমন সময় খবর আসে, ঋষির হাতে খু’নের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে! ফলে, তাদের সমস্ত কোম্পানিতে মানুষ চড়াও হয়েছে। ভাঙচুর শুরু হয়ে সর্বত্র, আর আন্দোলন করছে সকল কর্মচারীরাও। এর কথা ঋষির বাবা জানতে পেরে ভেঙে পড়েন। ওদিকে নিশা খুব আনন্দ পায়, কারণ সে নিজেই ভানুকে দিয়ে ঋষির ভিডিও ভাইরাল করেছে অন্যকে টাকা দিয়ে।
