জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোটপর্দার সুপারস্টার জিতু কমল, ফের পুরুষকেন্দ্রিক ছবিতে মুখ্য ভূমিকায়! ‘চিরদিনই তুমি যে আমার’-এর আর্য স্যার, এবার বড়পর্দায় দেবেন ভিন্ন স্বাদ! সঙ্গে থাকছেন বর্ষীয়ান অভিনেতারাও! আসছে কোন নতুন ছবি?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর (Chirodini Tumi Je Amar) আর্য স্যার, আদর্শ পুরুষ হিসেবে এখন ঘরে ঘরে পরিচিত সেই ‘জিতু কমল’ (Jeetu Kamal) আবার ফিরছেন বিগ বাজেটের ছবিতে, বড়পর্দায়! নতুন বছরের শুরুতেই তাঁর এই প্রত্যাবর্তন আলাদা করে নজর কেড়েছে, কারণ ছবিটি নাকি এক্কেবারেই পুরুষকেন্দ্রিক! পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নতুন ছবিতেই এবার মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবির হাত ধরেই কাজে ফিরছেন পরিচালক।

বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে এক সময় নিজের স্বতন্ত্র ছাপ রেখেছিলেন তিনি। মাঝে কয়েক বছর পরিচালনার কাজ থেকে খানিকটা দূরে ছিলেন, কিন্তু নতুন এই গল্প দিয়ে আবার বিনোদন জগতে ফিরছেন। ছবির গল্প নাকি একটি ‘বিশেষ’ চুরিকে কেন্দ্র করে আবর্তিত হবে। একজন চোর একটি বাড়িতে ঢুকতেই, ধীরে ধীরে যে পরিস্থিতি তৈরি হয়, সেই মানবিক টানাপোড়েনই ছবির মূল উপজীব্য! এখানেই জিতু কমলের জন্য এই ছবি বিশেষ গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, গত বছর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নারী-কেন্দ্রিক গল্প ‘গৃহপ্রবেশ’-এ অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। তার আগেও সত্যজিৎ রায়ের জীবন অবলম্বনে তৈরি ‘অপরাজিত’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে সমালোচকদের নজর কেড়েছিলেন। তবে নতুন ছবি ‘চোর’ হতে চলেছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের। এখানে গল্পের ভার পুরুষ চরিত্রদের কাঁধে, যা অভিনেতা হিসেবে জিতুর জন্য নতুন চ্যালেঞ্জ বলেই মনে করছেন অনেকেই।

এদিকে স্টারকাস্টের দিক থেকেও ছবিটি বেশ সমৃদ্ধ। জিতুর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শংকর চক্রবর্তী এবং রাজেশ শর্মা। পাশাপাশি দেখা যাবে দেবলীনা কুমার, অঞ্জনা বসু ও মানসী সিনহাকে। আলাদা করে উল্লেখযোগ্য, বহুদিন পর আবার ক্যামেরার সামনে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে! সব মিলিয়ে ‘চোর’ শুধুই একটি ছবি নয়, বরং একাধিক প্রত্যাবর্তনের গল্প। ছোটপর্দায় জিতু কমলের জনপ্রিয়তা নিয়ে নতুন কিছু বলার নেই।

সমাজ মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়, অভিনেতার কাজ নিয়ে কতটা সন্তুষ্ট ভক্তরা। এবার সেই জনপ্রিয়তার রেশ নিয়েই বড়পর্দায় তাঁর এই নতুন যাত্রা দর্শকদের কাছে যে বাড়তি কৌতূহল তৈরি করবে, তা বলাই যায়। তাই বড়পর্দায় এমন চরিত্রে জিতুকে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। নাম ঘোষণা হলেও, মুক্তির দিনক্ষণ এখনই প্রকাশ্যে আসেনি। তবে জানুয়ারি মাসের শেষ থেকে শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। আপনারা কতটা উৎসাহী?

Piya Chanda

                 

You cannot copy content of this page