বাংলার টেলিভিশন দর্শকদের কাছে অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকটি। দুই বোন নিশা আর উজিকে ঘিরে তৈরি এই গল্পে যেমন পারিবারিক আবেগ আছে, তেমনই আছে প্রতিশোধ, গোপন পরিচয় আর সম্পর্কের জটিলতা। মাত্র কয়েক মাসের মধ্যেই ধারাবাহিকটি দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এবার সেই জনপ্রিয় গল্পই বাংলা সীমানা পেরিয়ে পৌঁছে যাচ্ছে ওড়িশার দর্শকদের কাছে, নতুন ভাষা আর নতুন প্রেক্ষাপটে!
হ্যাঁ, ঠিকই শুনছেন! এবার ওড়িশায় ধারাবাহিকটির নতুন সংস্করণ সম্প্রচারিত হবে ‘জি সার্থক’ (Zee Sarthak) চ্যানেলে। সেখানে এই ধারাবাহিকের নাম রাখা হয়েছে ‘কিছি সাতা কিছি মিছা’ (Kichhi Sata Kichhi Micha)। অর্থাৎ মূল গল্পের আবেগ এবং নাটকীয়তাকে অক্ষুণ্ণ রেখেই তৈরি হচ্ছে আঞ্চলিক রূপান্তর। বাংলা সংস্করণে যে দুই বোনের জীবনযুদ্ধ যেমন দর্শকদের টেনেছে, সেই কেন্দ্রীয় সম্পর্কই এবার ওড়িশার দর্শকদের সামনে নতুনভাবে ধরা দেবে।
প্রসঙ্গত, ‘জোয়ার ভাঁটা’র কাহিনির মূল শক্তি তার চরিত্র নির্মাণে। বাবার আকস্মিক মৃ’ত্যু, জীবনের মোড় ঘুরে যাওয়া আর তারপর প্রতিশোধের পথে হাঁটার এই কঠিন মানসিক অবস্থার মধ্যেই নিশার যাত্রা শুরু। অন্যদিকে উজি, পরিস্থিতির টানে জড়িয়ে পড়ে এমন এক সম্পর্কে, যার পেছনে লুকিয়ে আছে গভীর দ্বন্দ্ব! ছদ্মপরিচয়, ভুল বোঝাবুঝি আর সম্পর্কের টানাপড়েন মিলিয়ে গল্পটা একসঙ্গে ব্যক্তিগত আবার চূড়ান্ত নাটকীয়ও বটে।
উল্লেখ্য, বাংলা সংস্করণে অভিনেত্রী শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতির অভিনয় এই গল্পকে জীবন্ত করে তুলেছে। তাঁদের অভিনয়ের স্বাভাবিকতা দর্শকদের চরিত্রের ভেতরে ঢুকে পড়তে সাহায্য করছে রোজ। সেই আবেগঘন দিকটাই ওড়িয়া সংস্করণেও বজায় থাকবে বলেই মনে করছেন অনেকে। কারণ গল্পের ভিত্তিটা এমন, যা ভাষা বদলালেও অনুভূতি বদলায় না।
আরও পড়ুনঃ “ওঁর উপরে প্রচণ্ড চাপ ছিল…একজন শিল্পীর ‘প্লেব্যাক বন্ধ’ বলা সহজ নয়!” আংশিক অবসর গ্রহণ অরিজিৎ সিংয়ের! গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায় কথায় উঠে এলো এমন সিদ্ধান্তের পেছনের কারণ?
সব মিলিয়ে এটা যেন যে কোনও পুরস্কারের থেকেও বড় সাফল্য ‘জোয়ার ভাঁটা’র নির্মাতাদের কাছে। জনপ্রিয়তার নিরিখে এটি এখন শুধু একটি বাংলা ধারাবাহিক নয়, বরং এক আঞ্চলিক গল্পের সফল যাত্রার উদাহরণ! কয়েক মাসের জনপ্রিয়তার পরেই অন্য ভাষায় রূপান্তর এটা প্রমাণ করেছে যে গল্পটা দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পেরেছে। এবার দেখার, ওড়িশার দর্শকরাও নিশা ও উজির এই জটিল অথচ আবেগঘন পথচলাকে কতটা আপন করে নেন।
