জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP: ফিরল অনুরাগের ছোঁয়া! শুরুতেই গীতা আউট করল শিমুলকে! জলসা না জি বাংলার পাল্লা ভারী?

বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক ফল প্রকাশিত হয় আজ অর্থাৎ বৃহস্পতিবার। আর এই বিশেষ দিনটির দিকে বিশেষ নজর থাকে ধারাবাহিকপ্রেমীদের। মুগ্ধ হয়ে তারা এই ধারাবাহিকগুলি দেখেন। আর তাই কোন ধারাবাহিক কত নম্বর পেলেও সেটি জানার জন্য তাদের বিশেষ আগ্রহ থাকে।

বলাই বাহুল্য, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারের দিকে সবার আলাদা করে নজর থাকে। তবে অবশ্যই শুধুমাত্র দর্শকরা নন, ধারাবাহিকের কলাকুশলীদের কাছেও এই দিনটির বিশেষ রকমের গুরুত্ব রয়েছে।
চলতি সপ্তাহে কোন ধারাবাহিক কেমন পারফর্ম করলো, দর্শকদের মন জয় করতে কোন ধারাবাহিক সফল হলো সেগুলোও তো দেখতে হয়। বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় বেশ পরিবর্তন হয়েছে। আর চলতি সপ্তাহের টিআরপি তালিকাও কিন্তু বেশ নজরকারা।

বেশ কয়েক সপ্তাহ পিছিয়ে পড়ার পর, এই সপ্তাহে দারুণ ভাবে কামব্যাক করেছে জলসার অনুরাগের ছোঁয়া। চলতি সপ্তাহে একেবারে চতুর্থ স্থানে উঠে এসেছে এই ধারাবাহিকটি। এই সপ্তাহে সবাইকে চমকে দিয়ে প্রথম স্থানে উঠে এসেছে ফুলকি। শুরুর পর থেকে দ্বিতীয় বা তৃতীয় স্থানেই থাকছিল এই ধারাবাহিকটি। আর এবার উঠে এসেছে প্রথম স্থানে।

উল্লেখযোগ্যভাবে, দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে নিম ফুলের মধু ও জগদ্ধাত্রী। তৃতীয় স্থানে অসামান্য পারফরম্যান্স করে উঠে এসেছে গীতা এল এল বি। শুরুর মাত্র দুই সপ্তাহেই এই ধারাবাহিক কামাল করেছে। চতুর্থ স্থানে অনুরাগের ছোঁয়া ও পঞ্চম স্থানে তোমাদের রানী। অর্থাৎ আউট শিমুল। অর্থাৎ প্রথম পাঁচে রয়েছে তিনটি জি বাংলার ধারাবাহিক আর তিনটি স্টার জলসার ধারাবাহিক।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-

BT •• ফুলকি ৮.৫
2nd •• নিম ফুলের মধু / জগদ্ধাত্রী ৮.১
3rd •• গীতা LLB ৭.৩
4th •• অনুরাগের ছোঁয়া ৭.২
5th •• তোমাদের রাণী ৭.০

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page