Bangla Serial

TRP: সেরা পাঁচে নাম লেখাল শিমুল! মিলিকে হটিয়ে স্লট পেল অপরাজিতার জল থ‌ই থ‌ই ভালোবাসা! বেঙ্গল টপার কে?

প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকার দিকে বিশেষ নজর থাকে সবার। আসলে এই তালিকাই বলে দেয় কোন ধারাবাহিক কতটা জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে। আসলে প্রত্যেকটি ধারাবাহিকের সাপ্তাহিক রেজাল্ট আউট হয় প্রত্যেক বৃহস্পতিবার। তবে কিছু কিছু সময় বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবারেও ফলপ্রকাশ হয়।

আর চলতি সপ্তাহে গান্ধী জয়ন্তী থাকার কারণে বৃহস্পতিবারের পরিবর্তে আজ শুক্রবার ফল প্রকাশ হল বাংলা ধারাবাহিকগুলির। আর যথারীতি সপ্তাহের টিআরপি তালিকা দারুণ রকমের চমকপ্রদ। চলমান বেশ কিছু ধারাবাহিকের মধ্যে যেমন দুর্দান্ত পরিবর্তন এসেছে তেমন‌ই নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিক কামাল করেছে।

তবে বেশ অনেকদিন যাবত ব্যাপী টিআরপি তালিকায় একটি স্থানে পাকাপাকিভাবে একটি ধারাবাহিক জায়গা করে নিয়েছে। আর সেই ধারাবাহিকটি হলো, স্টার জলসার পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। চলতি সপ্তাহেও শীর্ষ স্থানে রয়েছে এই ধারাবাহিকটি। দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে জগদ্ধাত্রী ও ফুলকি।

চলতি সপ্তাহে দারুন পারফরম্যান্স করে তিন নম্বরে উঠে এসেছে সন্ধ্যাতারা। চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু। বধূ নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়কে পর্দায় তুলে ধরে চলতি সপ্তাহে পঞ্চম স্থান দখল করে নিয়েছে ধারাবাহিক কার কাছে করে মনের কথা। এই সপ্তাহে বিশেষ নজর ছিল আরও দুটি ধারাবাহিকের ওপর। যাদের পথ চলা শুরু হয়েছিল গত সপ্তাহে।

খেয়ালী মন্ডলের মিলি এবং অপরাজিতা আঢ্যর জল থ‌ই থ‌ই ভালোবাসা। দুটি ধারাবাহিকের সম্প্রচারের সময় একই। তবে টিআরপি নম্বরে জি বাংলার মিলিকে হারিয়ে এগিয়ে গেছে স্টার জলসার জল থ‌ই থ‌ই ভালোবাসা। চলতি সপ্তাহে মিলির প্রাপ্ত নম্বর ৫.৯ আর অপরাজিতার জল থ‌ই থ‌ই ভালোবাসা পেয়েছে ৬.৯

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা –

১ম •• অনুরাগের ছোঁয়া 9.0
২য় •• জগদ্ধাত্রী / ফুলকি 8.0
৩য় •• সন্ধ্যাতারা 7.6
৪র্থ •• নিম ফুলের মধু ৭.৫
৫ম •• কার কাছে কই ৭.৪

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।