ভাল নাম ‘তিলোত্তমা’। বাড়িতে সবাই ভালবেসে ডাকে ‘স্রোত’। আর বড় দুই বোন তাঁকে ভালবেসে ডাকে ‘ছুটকি’। বাড়ির সকলের আদরের ছোট মেয়ে সে। নিজের অভিনয় গুনেও ইতিমধ্যেই নজর কেড়েছে ‘মিঠিঝোড়া’ (Mithaijhora) ধারাবাহিকের তিন বোনের সবচেয়ে ছোট বোন স্বপ্নীলা চক্রবর্তী (Swapnila Chakraborty)।
ধারাবাহিকে মেডিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্রী সে। পড়াশুনা করতেও ভালবাসে খুব। কিন্তু বাস্তবে যে স্বপ্নীলা পড়াশুনো করতে মোটেই পছন্দ তা অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। এক ইন্টারভিউতে নায়িকা বলেছেন, পর্দার তিন বোন দেবাদৃতা, আরাত্রিকা আর স্বপ্নীলা নাকি বাস্তবেও খুব ভাল বন্ধু। কয়েকদিন আগেই মন্দারমণিতে ছুটি কাটিয়ে এসেছেন তিনজন। দেবাদৃতা, আরাত্রিকা তাঁকে খুব যত্নে করেই রাখে। স্বপ্নীলার কথায় দু’জনই খুব পজিটিভ মানুষ। তাঁদের দুজনের সঙ্গই বেশ চুটিয়ে উপভোগ করেন নায়িকা।
ছটফটে মিষ্টি স্বপ্নীলা জানান, ধারাবাহিকে গল্প বেশ ভাল লেগেছিল তাঁর। নিখাদ পারিবারিক ড্রামা। যেখানে কোনো ভিলেন নেই। পরিস্থিতি তাদের জীবনের সবচেয়ে বড় ভিলেন। সম্পর্কের জটিলতাই মূলত গল্পের পটভূমি। ধারাবাহিকে স্রোতের তাঁর দুই দিদির জীবনে এসেছে প্রেম। তবে স্রোতের জীবনে ঢেউ উঠবে কবে?
নায়িকার কথায়,”নাহ নাহ আমি খুব ভাল আছি। ওদের জীবনে যা জটিলতা! আমিই ভাল আছি।” তবে স্রোতের জীবনে কেউ না থাকলেও,স্বপ্নীলার জীবনে কি কেউ আছে? স্বপ্নীলার উত্তর,”স্রোতের মতো আমিও সিঙ্গেল। কেউ জীবনে আসেনি। কাউকে আনার চেষ্টাও করিনি। একাই ভাল আছি আর জটিলতা আনতে চাই না। ঠিক জিনিস, ঠিক সময় হোক।”
উল্লেখ্য, সম্প্রতি শুরু হয়েছে স্বপ্নীলার নতুন ধারাবাহিক ‘মিঠিঝোড়া’। তিন বোনের গল্প নিয়েই এগিয়ে চলেছে ধারাবাহিক। বড় বোন রাইয়ের (আরাত্রিকা) বিয়ের দিন মারা গিয়েছে তাঁদের বাবা। সংসারের হাল ধরতে তাই বিয়ের মন্ডপেই বিয়ে ভেঙে দেয় রাই। বোনকে (দেবাদৃতা) সঁপে দেয় নিজের হবু বরের হাতে। পরিবারের জন্য এক মেয়ের আত্মত্যাগের গল্প নিয়েই তৈরি ‘মিঠিঝোড়া’। এই ধারাবাহিকের তৃতীয় বোনের ভূমিকায় অভিনয় করছেন স্বপ্নীলা চক্রবর্তী।